গুলিবিদ্ধ সাংসদ লিটন মারা গেছেন

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকার দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন মারা গেছেন। এর আগে শনিবার সন্ধ্যায় তিনি নিজ বাসায় দুর্বৃত্তদের গুলিতে আহত হন। এরপর আশঙ্কাজনক অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন মাগরিবের পর নিজ বাসায় গুলিবিদ্ধ হন। পরে তাকে আহত অবস্থায় রংপুর মেডিকেলে নেওয়া হয়। কে বা কারা তাকে গুলি করেছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিউর রহমান এ ঘটনার সত্যতার স্বীকার করেন। তিনি বলেন, দুর্বৃত্তরা মোটরসাইকেলযোগে সাংসদ লিটনের বাড়িতে আসে। পরে বাড়ির ভেতরে ঢুকে লিটনকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় গুলির শব্দ শুনে আশপাশের লোকজন এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
২০১৫ সালের ২ অক্টোবর ভোরে আট বছর বয়সী শাহাদাত হোসেন সৌরভকে গুলি করে আহত করার মাধ্যমে আলোচিত হন এই সাংসদ। সৌরভ গোপালচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
এই ঘটনায় সৌরভের বাবা থানায় মামলা করেন। কয়েকদিন আত্মগোপনে থেকে আদালতে আত্মসমর্পণ করেন। পরবর্তীতে তিনি জামিনে মুক্ত হন।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন