‘গুলি কর, ভ্যাট দিব না, ‘রক্ত দিব, তবু ভ্যাট দিব না’
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সরকার কর্তৃক আরোপিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার বেলা পৌণে ১২টা থেকে নগরীর প্রধান সড়কের জিইসি মোড় এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে আন্দোলনকারীরা। একারণে নগরীর প্রধান সড়কটিতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, নগরীর ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে ভ্যাট প্রত্যাহারের দাবিতে স্লোগান দিচ্ছেন। শত শত ছাত্র-ছাত্রী রাস্তায় বসে আবার কেউ দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করছেন।
এসময় প্ল্যাকার্ডে লেখা রয়েছে-‘গুলি কর, ভ্যাট দিব না’, ‘রক্ত দিব, তবু ভ্যাট দিব না’, ‘শিক্ষার ওপর ভ্যাট কেন?’ ‘শিক্ষা কি বাজারের পণ্য?’ তারা এসব স্লোগান দিয়ে সড়কের যান চলাচল বন্ধ করে দিয়েছে।
তবে এসময় নগরীর খুলশী ও চকবাজার থানা পুলিশ সেখানে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সরিয়ে দিতে চাইলেও অান্দোলনরত শিক্ষার্থী তাদের বিক্ষোভ অব্যাহত রেখেছে। পরে দুপুর ১টার দিকে তারা মিছিল করেছে।
খুলশী থানার পরিদর্শক (তদন্ত) সুকান্ত চক্রবর্তী বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলনের কারণে সড়কে যানজট সৃষ্টি হয়েছে। আমরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করছি।’
তবে আন্দোলনকারীদের একজন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদ বাংলামেইলকে বলেন, ‘আমরা যৌক্তিক দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করছি। কোনো গাড়ী ভাঙচুর করছিনা। আশা করছি ঘন্টা কয়েকের এই আন্দোলনের পুলিশ আমাদের সহযোগিতা করবে।’ তবে পুলিশ আন্দোলনকারীদের ওপর কোনো হামলা করেনি বলে জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ
এইচএসসির ফল প্রকাশ মঙ্গলবার, জানা যাবে যেভাবে
মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করাবিস্তারিত পড়ুন
বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বিক্ষোভকারীদের অধিকার সমুন্নতবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন