গোটা বিশ্বে ৫৪টি মিশনে বাংলাদেশ সেনাবাহিনী ‘লড়াই’ চালাচ্ছে
১৯৮৮ সাল থেকে যাত্রা শুরু বাংলাদেশ সেনাবাহিনী। তারপর থেকে রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা মিশনে নিয়মিত বাংলাদেশের সামরিক ও পুলিশ বাহিনী৷ মিশনে বাংলাদেশের সেনারা এক আস্থার প্রতীক হয়ে উঠেছে৷
কয়েকজন সামরিক পর্যবেক্ষক দিয়ে শুরু
১৯৮৮ সালে রাষ্ট্রসংঘের ‘ইরান-ইরাক সামরিক পর্যবেক্ষক গ্রুপে’ যোগ দেয় বাংলাদেশ সেনাবাহিনীর ১৫ সদস্য৷ সেসময় ক্ষমতায় ছিলেন সেনাশাসক হুসেইন মুহাম্মদ এরশাদ৷ পরের বছর বাংলাদেশ পুলিশ এবং ১৯৯৩ সালে নৌ ও বিমানবাহিনী মিশনে যোগ দেয়৷
৪০ দেশে এক লাখ চল্লিশ হাজার সেনা
১৯৮৮ থেকে ২০১৫ পর্যন্ত বিশ্বের ৪০টি দেশে ৫৪টি মিশনে বাংলাদেশের ১,৩৪,৯৪৭ সেনা ও পুলিশ সদস্য শান্তিরক্ষায় দায়িত্ব পালন করেছেন৷ রাষ্ট্রসংঘের মিশনে সেনা পাঠানো দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম৷
- বর্তমানে নিয়োজিত প্রায় দশ হাজার সদস্য
বর্তমানে ১৫টি দেশে বাংলাদেশের প্রায় দশ হাজার সেনা ও পুলিশ সদস্য রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা মিশনে কাজ করছেন৷ এর মধ্যে সবচেয়ে বেশি প্রায় তিন হাজার সদস্যের অবস্থান কঙ্গোতে৷ ছবিতে সেদেশে নিযুক্ত এক বাংলাদেশি সেনাকে দেখা যাচ্ছে৷
- রাজনৈতিক দলের সমর্থন
বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে অনেক বিষয়ে মতভেদ থাকলেও সামরিক বাহিনীর শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণকে উভয় পক্ষই পুরোপুরি সমর্থন করছে বলে মনে করে বিশেষজ্ঞরা৷ বাংলাদেশের কাছে বিষয়টি জাতীয় গর্বের ব্যাপার৷
- অর্থ আয়ের অন্যতম উৎস
রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের মাধ্যমে আর্থিকভাবে ব্যাপক লাভবান হচ্ছে বাংলাদেশ৷ আল-জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, মিশনে দায়িত্বে থাকাকালে একজন সদস্য মাসে এক হাজার মার্কিন ডলারের মতো আয় করেন, যা বাংলাদেশে গড় বেতনের চেয়ে অনেক বেশি৷ এই অর্থ সদস্যদের জীবনমান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে৷
- নিহত ১২৪ সদস্য
বাংলাদেশ বিমানবাহিনীর ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, শান্তিরক্ষা মিশনে এখন পর্যন্ত বাংলাদেশে ১২৪ সদস্য নিহত হয়েছেন৷ এদের মধ্যে দশজন পুলিশ সদস্যরা, বাকিরা সবাই সামরিক বাহিনীর সদস্য৷
এই সংক্রান্ত আরো সংবাদ
রাজশাহীতে ছাত্রাবাসে ঢুকে সমন্বয়ককে মারধর
রাজশাহীতে ছাত্রাবাসে ঢুকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমন্বয়কবিস্তারিত পড়ুন
জিএম কাদের: জাতীয় পার্টি নব্য ফ্যাসিবাদের শিকার
জাতীয় পার্টি নব্য ফ্যাসিবাদের শিকার বলে দাবি করেছেন দলটির চেয়ারম্যানবিস্তারিত পড়ুন
সুন্দরবনে থামছে না হরিণ শিকার
বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবনের হরিণ শিকারে মেতে উঠেছে কয়েকটি চক্র।বিস্তারিত পড়ুন