গোপালগঞ্জ পৌঁছেছেন প্রধানমন্ত্রী
দুই দিনের এক সফরে বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি প্রধান অতিথি হিসেবে ১১ তম জাতীয় রোভার মুটের উদ্বোধন করবেন। সপ্তাহব্যাপী জাতীয় রোভার মুটের প্রতিপাদ্য হচ্ছে- ‘শান্তিময় জীবন, উন্নত দেশ’।
পরে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় তাঁর পৈতৃক বাড়িতে যাবেন এবং সেখানে তিনি রাত্রিযাপন করবেন। শুক্রবার বিকালে প্রধানমন্ত্রী ঢাকায় ফিরবেন।
প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ এস এম খুরশিদ-উর-আলম জেলা প্রশাসকের কাছে পাঠানো এক ফ্যাক্স বার্তায় এর আগে জানান, সকাল ১১টার দিকে মানিকদহ হাউজিং এলাকায় একাদশ জাতীয় রোভার মুট এর বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। দুপুর সাড়ে ১২টার দিকে তিনি সেখান থেকে সড়কপথে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হবেন।
টুঙ্গিপাড়া পৌঁছে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকার পর প্রধানমন্ত্রী পবিত্র ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া-মোনাজাতে অংশ নেবেন। বৃহস্পতিবার তিনি টুঙ্গিপাড়ার নিজ বাসভবনে রাত্রিযাপন করবেন। পরের দিন শুক্রবার দুপুরের দিকে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া থেকে হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে রওনা দেবেন।
প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে গোপালগঞ্জ জেলা সদর ও টুঙ্গিপাড়ায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর সফর এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়া উপজেলার স্পর্শকাতর স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। নিরাপত্তা চৌকি বসিয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন।
গোপালগঞ্জের পুলিশ সুপার এস এম এমরান হোসেন বলেছেন, প্রধানমন্ত্রীর সফর সফল করতে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সেনাবহিনী, র্যাব ও পুলিশের পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী কাজ করছে।
গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার বলেন, বঙ্গবন্ধুর জম্মভূমি টুঙ্গিপাড়া ও নিজ জেলা গর্বিত গোপালগঞ্জে স্কাউটটের জাতীয় রোভার মুট অনুষ্ঠিত হচ্ছে। দেশের ইতিহাসে সবচেয়ে বেশি ১০ হাজার স্কাউট এতে অংশ নিচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন