‘গোয়েন্দা সংস্থা ফেসবুকে গোয়েন্দা গিরি করছে’
বিকল্প পন্থায় ফেসবুক ব্যবহার করে গোয়েন্দা সংস্থা ফেসবুকে গোয়েন্দা গিরি করছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ফয়জুর রহমান চৌধুরী।
রোববার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সভাকক্ষে সরকারী ভাবে ফেসবুক বন্ধ থাকলেও বিকল্প পন্থায় মন্ত্রিসভার সদস্য এবং গোয়েন্দা সংস্থা ব্যবহার করছে কেন?
ফয়জুর রহমান চৌধুরী বলেন, ‘গোয়েন্দা সংস্থা বিকল্প পথে ফেসবুক ব্যবহার করছে না, ফেসবুকে গোয়েন্দা গিরি করছে।’
তিনি আরও বলেন, ‘বিকল্প পন্থায় যারা ব্যবহার করছেন প্রত্যেকটা আমাদের গোয়েন্দা সংস্থার নজরে আছে। আমরা সবাইকে ধরছি না, যাদেরকে ধরার তাদেরকেই ধরছি।’তবে মন্ত্রী সভার সদস্য বিকল্প পথে কেন ফেসবুক ব্যবহার করছে তার কোনো উত্তর দেননি তিনি।
উল্লেখ্য, গত ১৮ নভেম্বর ফেসবুক, ভাইবারসহ বেশকয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দিয়েছে সরকার। তবে মন্ত্রিসভার সদস্য, সরকারের উচ্চপদস্থত কর্মকর্তারাসহ অনেকেই বিকল্প উপায়ে ফেসবুক ব্যবহার করছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন