গ্রেপ্তারের ভয়ে বাবার জানাজায় যাননি জাকির নায়েক!

ভারতের বিতর্কিত ইসলামিক বক্তা জাকির নায়েক তাঁর বাবার জানাজায় যোগ দেননি। গ্রেপ্তার হওয়ার আশঙ্কায় তিনি মুম্বাইয়ে অনুষ্ঠিত জানাজায় যোগ দেওয়া থেকে বিরত থেকেছেন বলে ভারতীয় সংবাদমাধ্যম দাবি করেছে।
টাইমস অব ইন্ডিয়া জানায়, জাকির নায়েকের বাবা খ্যাতনামা চিকিৎসক আবদুল করিম নায়েক (৮৮) গতকাল রোববার ইন্তেকাল করেন। পরে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। তাঁর ছেলে জাকির নায়েক জানাজায় যাননি। তিনি বর্তমানে মালয়েশিয়া অবস্থান করছেন।
আবদুল করিম নায়েক একাধারে ছিলেন বিখ্যাত চিকিৎসক ও শিক্ষাবিদ। ভারতের চিকিৎসকদের সংগঠন বোম্বে সাইক্রিয়াটিক সোসাইটির প্রেসিডেন্টও ছিলেন তিনি।
হৃদরোগের কারণে কয়েকদিন আগে আবদুল করিম নায়েককে প্রিন্স আলী খান হাসপাতালে ভর্তি করা হয়।
আবদুল করিম নায়েকের জানাজায় দেড় হাজারের মতো মানুষ যোগ দিয়েছিলেন। এর মধ্যে আইনজীবী, চিকিৎসক, রাজনীতিবিদ, সাংবাদিক, চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ছিলেন। ভারতের তদন্ত সংস্থা এবং স্থানীয় পুলিশ সদস্যদেরও সেখানে দেখা গেছে।
জাকির নায়েকের প্রতিষ্ঠান ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের (আইআরএফ) প্রশাসনিক ব্যবস্থাপক মনজুর শেখ বলেন, হঠাৎ করেই আবদুল করিম নায়েকের মৃত্যু হয়েছে। তাই জাকির নায়েক উপস্থিত হতে পারেননি।
জাকির নায়েকের বিরুদ্ধে কোনো এফআরআই না থাকলেও আইআরএএফের বিরুদ্ধে বেআইনি কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ তদন্ত করা হচ্ছে। একই সঙ্গে পিস টিভি বন্ধ করা এবং তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য খসড়া তৈরি হচ্ছে।
গত জুলাই মাসে ঢাকার গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলাকারীরা জাকির নায়েকের বক্তব্যের মাধ্যমে উদ্বুদ্ধ হয়েছে জানার পরই তাঁর বিরুদ্ধে বিভিন্ন সমালোচনা শুরু হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন