ঘন কুয়াশার কারণে সড়ক দুর্ঘটনা বাড়ছে: সেতুমন্ত্রী
ঘন কুয়াশার কারণে এখন বেশির ভাগ সড়ক দুর্ঘটনা ঘটছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শুক্রবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চার লেন প্রকল্পের কাজ পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।
এ সময় ওবায়দুল কাদের গাড়িচালকদের ঘন কুয়াশার মধ্যে গতি সীমিত রেখে গাড়ি চালানোর জন্য অনুরোধ করেন। তা ছাড়া চালকদের এ ব্যাপারে সতর্ক করতে মালিকদের প্রতি আহ্বান জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত চার লেনের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। মহাসড়কের কাজের মধ্যে ৯টি ফ্লাইওভার, ২৬টি ব্রিজ, ৭টি কালভার্ট, ৫টি আন্ডারপাস তৈরি করা হবে। এ ছাড়া ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সার্ভিস লাইন তৈরি করা হবে। ওই সার্ভিস লাইন বা বাইলেন দিয়ে ছোট ছোট যানবাহন বা বাস চলাচল করতে পারবে। ২০১৮ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে এ কাজ শেষ হবে বলে জানান তিনি।
প্রকৌশলীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, এপ্রিল মাস থেকে বর্ষা শুরু হয়। বর্ষায় সংস্কার ও উন্নয়নকাজ করা যায় না। তাই এখনই যেসব রাস্তায় উন্নয়ন ও সংস্কারকাজ করা প্রয়োজন, সেগুলো বর্ষার আগেই দ্রুত শেষ করার নির্দেশ দেন তিনি।
এ সময় মন্ত্রীর সঙ্গে ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ডি এ কে এন নাহিন রেজা, অতিরিক্ত পুলিশ সুপার আবদুস সবুরসহ সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন