চট্টগ্রামে অতিরিক্ত ‘মদপানে’ শ্রমিক নেতার মৃত্যু
চট্টগ্রাম : নগরীর কোতয়ালী থানার হাজারী গলির একটি হোটেল থেকে আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আজিম চৌধুরীর (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, অতিরিক্ত মদ্যপানের কারণে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
কোতোয়ালী থানার ওসি জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মোহাম্মদ আজিম চৌধুরী গত দুই-তিন ধরে বাসায় যাননি বলে পুলিশেকে জানিয়েছেন তার স্বজনরা। তিনি এই হোটেলে প্রায় সময়ে রাত কাটাতেন এবং মাঝে মাঝে লোহাগাড়ার গ্রামের বাড়িতে যেতেনে। গত দুই দিন ধরে তার সাথে যোগাযোগ করে কোনও সাড়া না পাওয়ায় পুলিশকে খবর দেয় তার পরিবার। পরে পুলিশ গিয়ে হাজারী গলিরহাজারী গলির হোটেল টিউলিপের ১০৪ নম্বর কক্ষের দরজা ভেঙে আজিম চৌধুরীর মরদেহ উদ্ধার করে। মরদেহটি হোটেলের মেঝেতে পড়েছিল এবং পাশেই একটি মদরে বোতল ছিল। এছা্ড়া তার কক্ষের দরজাও ভেতর থেকে বন্ধ ছিল।
ধারণা করা হচ্ছে, তিনি অতিরিক্ত মদপানের কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন গত পরশুর দিকে। মরদেহ উদ্ধারের পর ময়নোতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এই শ্রমিক নেতার মৃত্যু সম্পর্কে জানতে হোটেলের কর্মচারী এবং তার নিকটাত্মীয়দের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে জানিয়ে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে জানিয়েছেন ওসি জসিম।
এই সংক্রান্ত আরো সংবাদ
কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায় ভয়াবহ রূপ ধারণ করেছে। মানুষজনবিস্তারিত পড়ুন
চালু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট
প্রায় সাড়ে চার বছর পর আগামী ২৯ জুলাই থেকে চালুবিস্তারিত পড়ুন
রায়পুরায় বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
‘আওয়ামী লীগ দেশের উন্নয়নের জন্য কাজ করে, ঘরের ছেলে ঘরেবিস্তারিত পড়ুন