চট্টগ্রামে উপজেলা ভাইস চেয়ারম্যানের ছেলেসহ আটক ৪
চট্টগ্রামের কর্ণফুলী থানার সিইউএফএল (চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লি.) ঘাট এলাকা থেকে অস্ত্রসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে আনোয়ারা উপজেলার ভাইস চেয়ারম্যানের ছেলেও রয়েছে।
রোববার ভোর সাড়ে ৪টার দিকে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাসের নেতৃত্বে পরিচালিত অভিযানে পুলিশ তাদের গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো- চাঞ্চল্যকর দশ ট্রাক অস্ত্র মামলার খালাসপ্রাপ্ত আসামি ও আনোয়ারা উপজেলার ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম ওরফে বদনি মেম্বারের ছেলে মো. আকতার হোসেন প্রকাশ কালা আকতার ও তার তিন সহযোগী মো. আতিকুর রহমান (২৬), মো. সেজান (১৮) ও মো. আল আমিন (৩০)।
উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে-একটি দেশীয় বন্দুক, দুই রাউন্ড কার্তুজ, ২টি কিরিচ, ২টি চাপাতি, ১টি চাইনিজ কুড়াল ও ১টি লম্বা ছোরা।
সিএমপির কর্ণফুলী থানার ওসি রফিকুল ইসলাম জানান, ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে আমরা সিইউএফএল এলাকা ঘেরাও করে ৪ জনকে গ্রেফতার এবং তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করেছি। ডাকাত আকবরের নেতৃত্বে চক্রটি দীর্ঘদিন ধরে কর্ণফুলী, বন্দর-সিইউএফএল-কাফকো এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড এবং ডাকাতির ঘটনা চালিয়ে আসছিলো। তাদের বিরুদ্ধে চোরাচালান মাদক পাচার ধর্ষণসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ
কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায় ভয়াবহ রূপ ধারণ করেছে। মানুষজনবিস্তারিত পড়ুন
চালু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট
প্রায় সাড়ে চার বছর পর আগামী ২৯ জুলাই থেকে চালুবিস্তারিত পড়ুন
রায়পুরায় বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
‘আওয়ামী লীগ দেশের উন্নয়নের জন্য কাজ করে, ঘরের ছেলে ঘরেবিস্তারিত পড়ুন