চট্টগ্রামে কর্ণফুলী ইপিজেডের আগুন নিয়ন্ত্রণে
চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেডের রিসোর্স ফোম অ্যান্ড অ্যাক্সেসরিস লিমিটেডের আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। আজ রবিবার ভোর ৫টা ৫০মিনিটে বিভিন্ন ধরনের ফোম তৈরির উপকরণ, কেমিক্যাল, কাগজের রোলসহ দাহ্য পদার্থে ভরা ওই কারখানায় আগুন লাগে। এ সময় ইপিজেড এলাকার বিভিন্ন কারখানার নিরাপত্তাকর্মী ও সংশ্লিষ্টদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিল্পপুলিশ ও ইপিজেড থানার বিপুলসংখ্যক পুলিশ কারখানার আশপাশে অবস্থান নেয়। আগুন নিয়ন্ত্রণে ৮টি ইউনিট কাজ শুরু করে। সকাল পৌনে আটটায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এরপর শুরু হয় আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্ত ও ডাম্পিংয়ের কাজ।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (ডিএডি) আব্দুল মালেক বলেন, ১৮ নম্বর প্লটের কারখানাটি ছিল দাহ্য পদার্থে ভরা। এছাড়াও পানির উৎস খুঁজে পেতে আমাদের বেগ পেতে হয়েছে। অনেক দূর থেকে পানি এনে প্রথম দিকে আগুন নেভানোর চেষ্টা করি আমরা। এরপর আশপাশের কারখানাগুলোর রিজার্ভারের পানি ব্যবহারের সুযোগ পাই।
এই সংক্রান্ত আরো সংবাদ
কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায় ভয়াবহ রূপ ধারণ করেছে। মানুষজনবিস্তারিত পড়ুন
চালু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট
প্রায় সাড়ে চার বছর পর আগামী ২৯ জুলাই থেকে চালুবিস্তারিত পড়ুন
রায়পুরায় বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
‘আওয়ামী লীগ দেশের উন্নয়নের জন্য কাজ করে, ঘরের ছেলে ঘরেবিস্তারিত পড়ুন