চট্টগ্রামে গাড়ি উল্টে প্রবাসী দুই ভাইসহ নিহত ৩

চট্টগ্রামে প্রাইভেট কার উল্টে যুক্তরাষ্ট্র প্রবাসী দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন।
রোববার বিকালে হালিশহর থানার টোল রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
নিহতরা হলেন- আকতার বিন জামান ওরফে ইরশাদ (২৮), জাওয়াদ বিন জামান ওরফে জিয়াদ (২২) ও তাদের ফুফাত ভাই মো. সাদমান আলম (১৯)।
হালিশহর থানার ওসি মাহফুজুর রহমান জানান, নিজেরো প্রাইভেট কার চালিয়ে টোল রোড দিয়ে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলে দুইজন নিহত ও হাসপাতালে নেওয়ার পর আরেকজন মারা যান বলে জানান তিনি।
ইরশাদের চাচা শামসুল হুদা মিন্টু জানান, ইরশাদ ও জিয়াদ যুক্তরাষ্ট্র প্রবাসী। তবে জিয়াদ কিছুদিন ধরে দেশে থাকছিলেন।
রোববার তারা দুই ভাই তাদের ফুফাত ভাই সাদমানকে নিয়ে টোল রোডে বেড়াতে গিয়েছিলেন বলে জানান শামসুল হুদা।
তিনি বলেন, “জিয়াদ গাড়ি চালাচ্ছিল। টোল রোড জালিয়া পাড়া এলাকায় তাদের প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ইরশাদ ও জিয়াদ ঘটনাস্থলে মারা যায়।”
হাসপাতালে নেওয়ার পর সাদমান মারা যান। তিনি চট্টগ্রাম পাবলিক কলেজ থেকে এবছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায় ভয়াবহ রূপ ধারণ করেছে। মানুষজনবিস্তারিত পড়ুন

চালু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট
প্রায় সাড়ে চার বছর পর আগামী ২৯ জুলাই থেকে চালুবিস্তারিত পড়ুন

রায়পুরায় বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
‘আওয়ামী লীগ দেশের উন্নয়নের জন্য কাজ করে, ঘরের ছেলে ঘরেবিস্তারিত পড়ুন