চট্টগ্রামে গৃহবধূকে গলা টিপে হত্যা
চট্টগ্রামে জান্নাত আরা বিথী (২২) নামের এক গৃহবধূকে গলা টিপে হত্যা করার অভিযোগ উঠেছে স্বামী নুরুল ইসলাম মিল্টনের বিরুদ্ধে। সোমবার দুপুর ২টার দিকে বিথীর বাবা অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য জসিম উদ্দিন এ অভিযোগ করেন। অভিযুক্ত মিল্টনের বাড়ী পটিয়ার খান মোহন এলাকায়।
নিহতের বাবা জসিম উদ্দিন জানান, সকালে মেয়র শ্বশুর বাড়ীর লোকজন তাকে ফোন করে নগরীর মেট্রোপলিটন হাসপাতালে আসতে বলেন। তিনি সখানে এসে দেখেন বিথী তার শাশুড়ির কোলে শুয়ে আছে। পরে হাসপাতালের ডাক্তাররা তাকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সেখানে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি অভিযোগ করে বলেন, বিথীকে হত্যা করে নাটক সাজিয়ে আমাকে খবর দেয়া হয়েছে। এর আগেও তার শ্বশুর বাড়ীর লোকজন বিভিন্নভাবে তাকে নির্যাতন করতো।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরের দিকে জান্নাত আরা বিথী নামের এক গৃহবধূকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কীভাবে মৃত্যু হয়েছে তা তিনি জানাতে পারেননি।
এই সংক্রান্ত আরো সংবাদ
চট্টগ্রামে চিনির গুদামে আগুন- ১৭ ঘণ্টা পরও পুরোপুরি নেভেনি
গতকাল (৪ মার্চ) বিকালে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ঈসানগর এলাকায় অবস্থিতবিস্তারিত পড়ুন
পাল্টাপাল্টি অবস্থানে ছাত্রলীগ চবিতে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক আমীর উদ্দিনকে অপসারণ ও লাঞ্ছনার বিষয়েবিস্তারিত পড়ুন
ঋণের বোঝা নিয়ে দম্পতির ‘আত্মহত্যা’
মন্দিরের পাশেই কুঁড়েঘরে থাকতেন পুরোহিত স্বপন দে ও তাঁর স্ত্রীবিস্তারিত পড়ুন