চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে ক্ষতিপূরণ দাবি
চট্টগ্রামের আনোয়ারায় ডিএপি সার কারখানার অ্যামোনিয়া গ্যাসের ট্যাংক বিস্ফোরণের পার্শ্ব প্রতিক্রিয়ায় ক্ষতিপূরণ দাবি করেছেন ভুক্তভোগীরা। ঘটনার সাথে কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন শিল্পমন্ত্রী।
চট্টগ্রামের আনোয়ারায় ডিএপি সার কারখানায় অ্যামোনিয়া গ্যাসের ট্যাংক বিস্ফোরণের পর দেখা দিয়েছে মারাত্মক পরিবেশ বিপর্যয়। পাশের মাছের খামারগুলোতে ভেসে উঠছে মরা মাছ। মরক লেগেছে অনেক গাছ-পালার। ঘটনার সুষ্ঠু তদন্ত ও ক্ষতিপূরণ দাবি করেছেন এলাকাবাসী।
ঘটনার দুই দিন পর বিস্ফোরণ স্থল পরিদর্শন করেছেন শিল্পমন্ত্রী এবং ভূমি প্রতিমন্ত্রী। তারা জানান, ক্ষতিগ্রস্তদের সহায়তার পাশাপাশি তদন্তে কেউ দোষী প্রমাণ হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, কারো অবহেলার কারণে বা অণ্য কোনো কারণে এই দুর্ঘটনা যদি ঘটে থাকে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
ভূমি প্রতিমন্ত্রী বলেছেন, চেষ্টা করা হচ্ছে যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণের জন্য শিণ্প মন্ত্রণালয় ও বিসিসির চেয়ারম্যান ব্যবস্থা নিচ্ছে।
পরে তারা হাসপাতালে চিকিৎসাধীন গ্যাস বিস্ফোরণে আক্রান্তদের দেখতে যান। সেসময় আহতদের সু -চিকিৎসার আশ্বাস দেন তারা।
এই সংক্রান্ত আরো সংবাদ
কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায় ভয়াবহ রূপ ধারণ করেছে। মানুষজনবিস্তারিত পড়ুন
চালু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট
প্রায় সাড়ে চার বছর পর আগামী ২৯ জুলাই থেকে চালুবিস্তারিত পড়ুন
রায়পুরায় বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
‘আওয়ামী লীগ দেশের উন্নয়নের জন্য কাজ করে, ঘরের ছেলে ঘরেবিস্তারিত পড়ুন