চট্টগ্রামে চলছে জঙ্গি আস্তানায় র্যাবের অভিযান
চট্টগ্রামের আকবরশাহ এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালাচ্ছে র্যাবের দল। একটি সূত্র থেকে তথ্য পেয়ে সকাল আটটার দিকে র্যাব-৭ এর দলটি ওই অভিযানে নামে।
র্যাব জানিয়েছে, ভোরে এ কে খান এলাকা থেকে অস্ত্রসহ দুই জনকে আটক করে তারা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই অভিযান শুরু হয়। বাড়িটি কর্নেলহাটের মুকিমপাড়ায় বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তারা।
র্যাব-৭ এর পরিচালক মিফতা উদ্দিন আহমেদ জানান, তারা যেখোনে অভিযানে গেছেন সেটি একটি দোতলা বাড়ি। বাড়িটির ভেতর থেকে দরজা বন্ধ। তিনি জানান, বারবার দরজা খুলতে বলা হলেও ভেতরের কেউ দরজা খুলছে না। এই অবস্থায় র্যাব সদস্যরা বাড়িটির বাইরে অবস্থান নিয়ে আছেন বলেও জানান মিফতা উদ্দিন আহমেদ।
বাড়ির ভেতরে কতজন আছেন, তাদের সাংগঠনিক পরিচয় কী, সে বিষয়ে অবশ্য আইনশৃঙ্খলা বাহিনী এখনও নিশ্চিত করে কিছু বলতে পারছে না।
মিফতা উদ্দিন আহমেদ জানান, ‘বাড়িটি কার, সে বিষয়ে এখনও আমরা জানতে পারিনি। তবে সেখানে যে জঙ্গি আছে, সে বিষয়ে আমরা নিশ্চিত।’ তিনি বলেন, ‘জঙ্গিরা ভেতরে আগুন ধরিয়ে দিয়েছে। আমাদের ধারণা তারা ধরা না দিয়ে আত্মাহুতি দেয়ার চেষ্টা করছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
চট্টগ্রামে চিনির গুদামে আগুন- ১৭ ঘণ্টা পরও পুরোপুরি নেভেনি
গতকাল (৪ মার্চ) বিকালে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ঈসানগর এলাকায় অবস্থিতবিস্তারিত পড়ুন
পাল্টাপাল্টি অবস্থানে ছাত্রলীগ চবিতে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক আমীর উদ্দিনকে অপসারণ ও লাঞ্ছনার বিষয়েবিস্তারিত পড়ুন
ঋণের বোঝা নিয়ে দম্পতির ‘আত্মহত্যা’
মন্দিরের পাশেই কুঁড়েঘরে থাকতেন পুরোহিত স্বপন দে ও তাঁর স্ত্রীবিস্তারিত পড়ুন