চট্টগ্রামে ছাত্রসেনার সঙ্গে মাদ্রাসা ছাত্রদের সংঘর্ষ
ইসলামী ফ্রন্ট নেতা নুরুল ইসলাম ফারুকী হত্যাকাণ্ডের দুই বছর পূর্তিতে একটি প্রতিবাদ সভায় যোগ দিতে যাওয়া চট্টগ্রামের ফটিকছড়িতে ইসলামী ছাত্রসেনার কর্মীদের সঙ্গে ফটিকছড়ির একটি মাদ্রাসা শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় ফটিকছড়ি উপজেলার নানুপুর রোসাংগিরি সড়কের জমিরিয়া ইন্টান্যাশনাল মাদ্রাসার সামনে এ সংর্ঘষের ঘটনা ঘটে। আহতদের কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ নিয়ে নানুপুর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ফটিকছড়ি থানার উপপুলিশ পরিদর্শক নাজমুল আলম।
ফটিকছড়ি থানার ওসি আবু ইউসুফ মিয়া বলেন, দুইপক্ষ ইটপাটকেল নিক্ষেপ করে সংঘর্ষে জড়ায়। উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানালেও তাদের সংখ্যা নির্দিষ্ট করে বলতে পারেননি তিনি।
হামলায় আহত সাতজন ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বলে স্থানীয় কয়েকজন সাংবাদিক জানান।
তারা জানান, শুক্রবার ফটিকছড়ি উপজেলা সদরের ঝংকার মোড়ে নুরুল ইসলাম ফারুকী হত্যাকাণ্ডের প্রতিবাদে সমাবেশের আয়োজন করা হয়।
ওই সমাবেশে যোগ দিতে ইসলামী ছাত্রসেনার কর্মীদের বহনকারী কয়েকটি গাড়ি জমিরিয়া মাদ্রাসার সামনে পৌঁছালে মাদ্রাসা থেকে তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়।
ছাত্রসেনার কর্মীরা গাড়ি থামিয়ে এ বিষয়ে জানতে চাইলে বাকবিতণ্ডার এক পর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে আহত চারজনচট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হলেও দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে ‘পালিয়ে গেছে’ বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই পংকজ বড়ুয়া জানান।
২০১৪ সালের ২৬ অগাস্ট রাতে ঢাকার পূর্ব রাজাবাজারের বাসায় ওলামা নুরুল ইসলাম ফারুকীকে গলা কেটে হত্যা করা হয়।
টেলিভিশনে ইসলামী অনুষ্ঠান উপস্থাপনা করতেন ফারুকী। তার হত্যায় জঙ্গি সংশ্লিষ্টতা থাকতে পারে সন্দেহ পুলিশের।
এই সংক্রান্ত আরো সংবাদ
চট্টগ্রামে চিনির গুদামে আগুন- ১৭ ঘণ্টা পরও পুরোপুরি নেভেনি
গতকাল (৪ মার্চ) বিকালে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ঈসানগর এলাকায় অবস্থিতবিস্তারিত পড়ুন
পাল্টাপাল্টি অবস্থানে ছাত্রলীগ চবিতে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক আমীর উদ্দিনকে অপসারণ ও লাঞ্ছনার বিষয়েবিস্তারিত পড়ুন
ঋণের বোঝা নিয়ে দম্পতির ‘আত্মহত্যা’
মন্দিরের পাশেই কুঁড়েঘরে থাকতেন পুরোহিত স্বপন দে ও তাঁর স্ত্রীবিস্তারিত পড়ুন