চট্টগ্রামে ছয়তলা ভবনে বিস্ফোরণ, দগ্ধ ৩
চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন দেওয়ানবাজার নিরাপদ হাউজিং সোসাইটির ছয়তলা একটি ভবনের তৃতীয় তলায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার ভোররাত ৫টার দিকে বিকট শব্দে এ বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে আহত হয়েছেন তিনজন।
আগুন লাগার আগে বিকট শব্দে বিস্ফোরণ ঘটেছিল বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে ওই বিস্ফোরণের কারণ কী, তা এখনও জানা যায়নি। বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে আহত অবস্থায় তিন নারীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিস চন্দনপুরা স্টেশনের কর্মকর্তা রবিউল আজম বলেন, মাওলানা সোহেল নামে এক ব্যক্তির মালিকানাধীন ‘মাদ্রাসা আরেবিয়া খায়েরিয়া এতিমখানা’ ভবন নামে ছয়তলা ওই ভবনের তৃতীয় তলায় বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিস্ফোরণের বিকট শব্দে আশে পাশের ভবনের জানালার আয়নাও ভেঙে পড়ে। এরপর বাসাটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে চন্দনপুরা ও নন্দনকানন ফায়ার স্টেশনের চারটি গাড়ি সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনাস্থলে থাকা বাকলিয়া থানার এসআই আক্তার হোসেন বলেন, বাসায় সবাই আহত হয়ে হাসপাতালে আছে। এখনও কথা বলা সম্ভব হয়নি। বিষয়টি আমরা দেখছি।
এই সংক্রান্ত আরো সংবাদ
চট্টগ্রামে চিনির গুদামে আগুন- ১৭ ঘণ্টা পরও পুরোপুরি নেভেনি
গতকাল (৪ মার্চ) বিকালে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ঈসানগর এলাকায় অবস্থিতবিস্তারিত পড়ুন
পাল্টাপাল্টি অবস্থানে ছাত্রলীগ চবিতে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক আমীর উদ্দিনকে অপসারণ ও লাঞ্ছনার বিষয়েবিস্তারিত পড়ুন
ঋণের বোঝা নিয়ে দম্পতির ‘আত্মহত্যা’
মন্দিরের পাশেই কুঁড়েঘরে থাকতেন পুরোহিত স্বপন দে ও তাঁর স্ত্রীবিস্তারিত পড়ুন