চট্টগ্রামে তিন খুনের ২ ঘটনায় মামলা
চট্টগ্রাম নগরীতে ছুরি মেরে এক পোশাক শ্রমিককে হত্যা এবং দুপক্ষের মধ্যে মারামারিতে দুজনের নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। নিহতদের পরিবারের সদস্যরা বাদী হয়ে মঙ্গলবার সকালে নগরীর পাঁচলাইশ ও ডবলমুরিং থানায় মামলা দুটি করে। আগের দিন সন্ধ্যায় ডবলমুরিংয়ের পোস্তারপাড়ায় ছুরি মেরে পোশাকশ্রমিক বদিউজ্জামান সাগরকে হত্যা করা হয়। রাতে পাঁচলাইশের হামজারবাগ এলাকায় দুই পক্ষের মারামারির পর মিজানুর রহমান ও মো. ইয়াছিন নামে দুজনের লাশ উদ্ধার করা হয়। ইয়াছিনের বাবা জহির উদ্দিন বাদি হয়ে গ্রেপ্তার সজিব, মহরম, ফারুক হোসেন ও সাগরসহ অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে মামলা করেছে। পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ এ তথ্য জানান।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যায় ঘটনাস্থল সংলগ্ন হামজারবাগ এলাকায় দুই দল যুবকের মধ্যে কথাকাটির এক পর্যায়ে সংঘর্ষ হয়। এলাকাবাসী জানায়, মেয়ে ঘটিত বিষয় নিয়ে এ সংঘর্ষের সূত্রপাত হয়। রাতে একই এলাকা থেকে উদ্ধারকৃত লাশ দুটির সাথে সন্ধ্যার দিকে দুই দলের সংঘর্ষের যোগসূত্র থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে সোমবার সন্ধ্যায় নগরীর ডবলমুরিং থানাধীন পোস্তারপাড় এলাকায় এক গার্মেন্টস শ্রমিককে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করলে তিনি ঘটনাস্থলে নিহত হন। তার নাম বদিউজ্জামান সাগর (২০)।
এই সংক্রান্ত আরো সংবাদ
চট্টগ্রামে চিনির গুদামে আগুন- ১৭ ঘণ্টা পরও পুরোপুরি নেভেনি
গতকাল (৪ মার্চ) বিকালে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ঈসানগর এলাকায় অবস্থিতবিস্তারিত পড়ুন
পাল্টাপাল্টি অবস্থানে ছাত্রলীগ চবিতে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক আমীর উদ্দিনকে অপসারণ ও লাঞ্ছনার বিষয়েবিস্তারিত পড়ুন
ঋণের বোঝা নিয়ে দম্পতির ‘আত্মহত্যা’
মন্দিরের পাশেই কুঁড়েঘরে থাকতেন পুরোহিত স্বপন দে ও তাঁর স্ত্রীবিস্তারিত পড়ুন