চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
চট্টগ্রামের মিরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত ও কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টা এবং ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
এর মধ্যে সোনাপাহাড় বিএসআরএম গেটে ট্রাক ও কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত দু’জনই বিএসআরএম স্টিল মিলের শ্রমিক বলে জানা গেছে। তারা হলেন- সোনাপাহাড় এলাকার সৈয়দুল হকের ছেলে মোশারাফ (৩২) এবং সীতাকুণ্ডের চৌধুরী পাড়ার দুলা মিয়ার (২৭)।
জোরারগঞ্জ চৌধুরীহাট হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ এসআই ফরিদ উদ্দিন ও জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সেকান্দার মোল্লা দুর্ঘটনার দুটির খবর নিশ্চিত করেছেন।
তারা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মহাসড়কের মধ্যম সোনাপাহাড় বিএসআরএম গেট এলাকায় একটি ট্রাক পার্কিং করা অবস্থায় ছিল। এসময় চট্টগ্রামমুখী একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলে দু’জন নিহত হন।
অপরদিকে রাত ৯টার দিকে চট্টগ্রামগামী মুক্তা পরিবহনের একটি বাস সোনাপাহাড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে গিয়ে আহত হয় প্রায় ১৫ যাত্রী।
এই সংক্রান্ত আরো সংবাদ
চট্টগ্রামে চিনির গুদামে আগুন- ১৭ ঘণ্টা পরও পুরোপুরি নেভেনি
গতকাল (৪ মার্চ) বিকালে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ঈসানগর এলাকায় অবস্থিতবিস্তারিত পড়ুন
পাল্টাপাল্টি অবস্থানে ছাত্রলীগ চবিতে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক আমীর উদ্দিনকে অপসারণ ও লাঞ্ছনার বিষয়েবিস্তারিত পড়ুন
ঋণের বোঝা নিয়ে দম্পতির ‘আত্মহত্যা’
মন্দিরের পাশেই কুঁড়েঘরে থাকতেন পুরোহিত স্বপন দে ও তাঁর স্ত্রীবিস্তারিত পড়ুন