চট্টগ্রামে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত
চট্টগ্রামের মিরসরাইয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছেন। এ সময় তাঁদের কাছ থেকে অস্ত্র, গুলিসহ ডাকাতির মালামাল উদ্ধারের দাবি করেছে র্যাব।
আজ সোমবার ভোররাত ৪টার দিকে জোড়ারগঞ্জ থানার মুহুরী প্রজেক্ট এলাকায় এ ঘটনা ঘটে। সকালে চট্টগ্রামের র্যাব-৮-এর গণমাধ্যম কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) আমির এক খুদে বার্তায় এ তথ্য জানান।
নিহত দুই ব্যক্তি হলেন ইয়াকুব আলী ও কামরুল হাসান।
ওই খুদে বার্তায় জানানো হয়, নিহত ইয়াকুব ও কামরুল গত ২৮ ফেব্রুয়ারি মিরসরাইয়ের বারইয়ারহাট এলাকায় স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮-এর একটি দল গতকাল রোববার দিবাগত রাতে মুহুরী থানা এলাকায় অভিযান চালায়। সেখানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বেশ কয়েকজনের একটি দল। এ সময় র্যাব ও ডাকাত দলের সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে দুজন নিহত হন।
এ সময় ঘটনাস্থল থেকে চারটি পিস্তল, তিনটি বন্দুক, একটি শুটারগান, বিপুলসংখ্যক গুলি, বেশ কয়েকটি ধারালো অস্ত্র ও ডাকাতির মালামাল উদ্ধার করা হয় বলেও ওই খুদে বার্তায় জানানো হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ

কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায় ভয়াবহ রূপ ধারণ করেছে। মানুষজনবিস্তারিত পড়ুন

চালু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট
প্রায় সাড়ে চার বছর পর আগামী ২৯ জুলাই থেকে চালুবিস্তারিত পড়ুন

রায়পুরায় বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
‘আওয়ামী লীগ দেশের উন্নয়নের জন্য কাজ করে, ঘরের ছেলে ঘরেবিস্তারিত পড়ুন