চট্টগ্রামে হেলে পড়া ৯ ভবন সনাক্ত, অতি ঝুঁকিপূর্ণ ৩
বুধবারের শক্তিশালি ভূমিকম্পে বন্দরনগরী চট্টগ্রামের নয়টি ভবন হেলে পড়েছে বলে সনাক্ত করেছে ঘটনার পর চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) গঠিত তদন্ত কমিটি। এর মধ্যে তিনটি ভবন অতি ঝুঁকিপূর্ণ ভাবে হেলে পড়েছে বলে জানিয়েছেন তাঁরা।
বিষয়টি বাংলামেইলকে নিশ্চিত করেছেন তদন্ত কমিটির প্রধান চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের উপ-প্রধান পরিকল্পনাবিদ শাহিনুল ইসলাম খান।
তিনি জানান, বুধবারের শক্তিশালি ভূমিকম্পের পরপরই চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে ক্ষয়ক্ষতি নিরুপনে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির বাকি সদস্যরা হলেন- সিডিএ’র অথরাইজড অফিসার মো. শামীম ও মো. ইলিয়াছ। কমিটি রোববার এ সংক্রান্ত তদন্ত রিপোর্ট সিডিএ চেয়ারম্যানের কাছে হস্তান্তর করবে।
শাহিনুল ইসলাম খান বলেন, ‘বৃহস্পতিবার দিনভর নগরীর বিভিন্ন এলাকা পরিদর্শন করে ভূমিকম্পে হেলে পড়া মোট নয়টি ভবন সনাক্ত করেছি। এর মধ্যে নিউ মার্কেট এলাকার আলমাস ভবন, ওয়াসা এলাকার একটি ভবন ও চান্দগাঁও আবাসিক এলাকার বি ব্লকের আট নম্বর রোডের সিড়ির নিকেতন নামে একটি ভবন অতি ঝুঁকিপূর্ণ ভাবে হেলে পড়েছে বলে সনাক্ত করা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘সনাক্ত করা ভবন গুলোর বাসিন্দাদের ভবন ত্যাগ করার কথা জানিয়ে এসেছি। এছাড়া এসব ভবনের মালিকদের রোববারের মধ্যে ভবন তৈরী সংক্রান্ত সকল নথি সিডিএতে জমা দিতে বলা হয়েছে। পরে বিশেষজ্ঞ দিয়ে ওইসব নথি ও হেলে পড়া ভবন সমূহ পরীক্ষা করানো হবে। এ ক্ষেত্রে চুয়েট বিশেষজ্ঞদের সাথে কথা হচ্ছে।’
ভবনের বাসিন্দারা হেলে পড়া ভবন ছেড়ে যেতে আগ্রহ দেখাচ্ছেনা জানিয়ে শাহিনুল ইসলাম খান বলেন, ‘সকালে ক্ষতিগ্রস্থ ভবন গুলোতে গিয়ে দেখতে পাই অধিকাংশ বাসিন্দারাই নির্ভয়ে থাকছেন। তাঁদের অনেকেই গতকালের ভূমিকম্পে ভবন গুলো হেলে পড়েছে তা বিশ্বাষ করতে রাজি নন। তবে আমাদের পক্ষ থেকে বারবার করে সতর্ক করা হয়েছে ভবন ছেড়ে যেতে।’
এর আগে বুধবার সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে বন্দরনগরী চট্টগ্রামসহ সারাদেশে তীব্র ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানায়, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৯। ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারের মাওলাইকে। ভূমিকম্পে গভীরতা ছিল ১৩৫ কিলোমিটার। আনুমানিক স্থায়ীত্বকাল ছিল ১ মিনিটের মতো।
চট্টগ্রাম আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে চট্টগ্রামে সবচেয়ে বেশি মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়েছে। উত্তরাঞ্চলসহ বিভিন্ন স্থানের তাৎক্ষণিক পর্যবেক্ষণে এ তথ্য জানা গেছে বলে নিশ্চিত করেছিলো সূত্রটি।
এই সংক্রান্ত আরো সংবাদ
কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায় ভয়াবহ রূপ ধারণ করেছে। মানুষজনবিস্তারিত পড়ুন
চালু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট
প্রায় সাড়ে চার বছর পর আগামী ২৯ জুলাই থেকে চালুবিস্তারিত পড়ুন
রায়পুরায় বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
‘আওয়ামী লীগ দেশের উন্নয়নের জন্য কাজ করে, ঘরের ছেলে ঘরেবিস্তারিত পড়ুন