চট্টগ্রাম কলেজে ফের ছাত্রলীগের দু’পক্ষে সংঘর্ষ, আহত ৭

আধিপত্য বিস্তারের চেষ্টায় চট্টগ্রাম কলেজে টানা দ্বিতীয় দিনের মতো সংঘর্ষে জড়িয়েছে সাবেক ও বর্তমান মেয়রের সমর্থক ছাত্রলীগের দুটি পক্ষ। আজ রবিবার দুপুরে এই সংঘর্ষে সাংবাদিকসহ উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত দুজনের গায়ে ছররা গুলি লেগেছে বলে মেডিক্যাল ফাঁড়ি পুলিশ জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভর্তি কার্যক্রমের দ্বিতীয় দিনে রবিবার দুপুরে আ জ ম নাছির উদ্দিন অনুসারী ছাত্রলীগ কর্মীদের একটি দল বিভিন্ন ধরনের দেশিয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে কলেজে প্রবেশ করে প্রধান ফটকের পাশে ভাঙচুর শুরু করে। এ সময় কলেজের ভেতরে থাকা মহিউদ্দিনের অনুসারীরা তাদের ধাওয়া করলে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার মধ্যে গুলির শব্দও শোনা যায় বলে জানান ঘটনাস্থলে উপস্থিত একাধিক শিক্ষার্থী ।
এ ঘটনার সত্যতা স্বীকার করে নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি জোন) আব্দুর রহিম বলেন, দুপুর দেড়টা থেকে প্রায় এক ঘণ্টা দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও হাতাহাতি চলে।
তিনি আরো বলেন, “পরে পুলিশের ধাওয়ায় এক পক্ষ কলেজের ভেতরে ঢুকে যায় এবং অন্যপক্ষ বাইরে অবস্থান নেয়।”
কলেজ সূত্রে জানা গেছে, তিন দশকের বেশি সময় পর ইসলামী ছাত্র শিবিরের আধিপত্য থেকে চট্টগ্রাম কলেজ ক্যাম্পাস নিজেদের নিয়ন্ত্রণে নেয় ছাত্রলীগের একটি অংশ, যারা নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিতি। গতকাল শনিবার দুপুরে মহিউদ্দিনের অনুসারীরা উচ্চ মাধ্যমিক শ্রেণির ভর্তিচ্ছুদের শুভেচ্ছা জানানোর সময় বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারী ছাত্রলীগ কর্মীরা ক্যাম্পাসে প্রবেশ করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এর জের ধরে আজ রবিবারও দুই পক্ষের মধ্যে ফের সংঘর্ষ বাঁধে বলে জানান কলেজের শিক্ষার্থীরা।
এই সংক্রান্ত আরো সংবাদ

চট্টগ্রামে চিনির গুদামে আগুন- ১৭ ঘণ্টা পরও পুরোপুরি নেভেনি
গতকাল (৪ মার্চ) বিকালে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ঈসানগর এলাকায় অবস্থিতবিস্তারিত পড়ুন

পাল্টাপাল্টি অবস্থানে ছাত্রলীগ চবিতে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক আমীর উদ্দিনকে অপসারণ ও লাঞ্ছনার বিষয়েবিস্তারিত পড়ুন

ঋণের বোঝা নিয়ে দম্পতির ‘আত্মহত্যা’
মন্দিরের পাশেই কুঁড়েঘরে থাকতেন পুরোহিত স্বপন দে ও তাঁর স্ত্রীবিস্তারিত পড়ুন