চট্টগ্রাম বন্দরে ১০টি জাহাজকে জরিমানা
চট্টগ্রাম বন্দর চ্যানেলে বিভিন্ন অপরাধে ১০ টি জাহাজকে তিন লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছন চট্টগ্রাম বন্দর পরিচালিত ভ্রাম্যমান আদালত। একই অভিযানে বন্দর জেটিতে অবৈধ প্রবেশের পরে চুরির দায়ে একজনকে ছয় মাস করাদণ্ড এবং অপরজনকে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে।
বৃহস্পতিবার চট্রগ্রাম বন্দর কর্তৃপক্ষের অথরাইজড অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আবুল হাশেম এ আদালত পরিচালনা করেন।
বিয়ষটি নিশ্চিত করে আবুল হাশেম বলেন, ‘চট্টগ্রাম বন্দর চ্যানেলে পরিচালিত অভিযানে ওভারলোডিং করা, মাস্টার ও ড্রাইভারের যথাযথ সার্টিফিকেট না থাকা, নিরাপত্তা সরঞ্জাম না রাখা ও ফায়ার এক্সটিংগুইসার মেয়াদোত্তীর্ণ হওয়া, বে-ক্রসিং ও প্লাইং পারমিশন বিহীন লাইটারেজ, ফিশিং জাহাজ ও অয়েল ট্যাংকার পরিচালনা করা সহ বিভিন্ন অপরাধে ১০ টি জাহাজকে ৩ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া এম ভি নওরোজ নামীয় লাইটারেজ থেকে ১ লাখ ৮২ হাজার টাকা বকেয়া আদায় করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ আইস লিমিটেড নামীয় প্রতিষ্ঠানকে অবৈধভাবে জেটিতে কয়েকটি জাহাজ বেঁধে রাজস্ব (মুরিং বিল) ফাঁকি দিতে সহায়তা করায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘অবৈধভাবে চট্রগ্রাম বন্দরের সংরক্ষিত জেটি এলাকায় প্রবেশ করে মালামাল নষ্ট করার অপরাধে সুমন কান্তি দত্তকে (২৮) ছয় মাস কারাদণ্ড ও মো. ইব্রাহীমকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।’
জরিমানাকৃত জাহাজগুলো হচ্ছে, এফ ভি এস আর এল, এফ ভি স্টার-১, এফ ভি শাহ বদর-১, এম ভি টাইগার অব ইস্ট বেঙ্গল-৫, এম ভি সাদিয়া এন্ড আমিরা, এম ভি ওয়েস্টিন, এম ভি হাসান (আনলোডিং ড্রেজার),ওটি হজরত বদর শাহ, এম ভি নওরোজ, এফ ভি সাগর-১। চট্রগ্রাম বন্দরের নিজস্ব আনসার বাহিনীর সহায়তায় সকাল ১০ টায় শুরু হয়ে দুপুর দুই টা পর্যন্ত অভিযান চলে বলে জানান আবুল হাশেম।
এই সংক্রান্ত আরো সংবাদ
কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায় ভয়াবহ রূপ ধারণ করেছে। মানুষজনবিস্তারিত পড়ুন
চালু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট
প্রায় সাড়ে চার বছর পর আগামী ২৯ জুলাই থেকে চালুবিস্তারিত পড়ুন
রায়পুরায় বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
‘আওয়ামী লীগ দেশের উন্নয়নের জন্য কাজ করে, ঘরের ছেলে ঘরেবিস্তারিত পড়ুন