কমিটি পুনর্গঠনের দাবি
চবিতে ছাত্রলীগের হামলা, শাটল ট্রেন বন্ধ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পদবঞ্চিত ছাত্রলীগ নেতারা শাটল ট্রেনে হামলা চালিয়েছে। এতে এক পুলিশসহ কয়েকজন আহত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বাসের সব চাবি নিয়ে গেছেন ছাত্রলীগ কর্মীরা। এতে বিপাকে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
প্রত্যকক্ষদর্শীরা জানান, অবরোধের প্রথম দিনে বুধবার সকাল পৌনে আটটার দিকে নগরীর ঝাউতলা স্টেশনে ট্রেন আটকে শাটলের চালককে ধরে নিয়ে যায় নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত পদবঞ্চিতরা। পরে বেশকিছুক্ষণ পর পুলিশসহ অন্যান্য চালকেরা শাটলের চালককে উদ্ধার করে। এরপর ট্রেনটি ষোলশহর স্টেশনের অদূরে বন গবেষণাগার এলাকায় পৌঁছালে আবারও ট্রেন অবরোধের চেষ্টা করে পদবঞ্চিতরা। এসময় তারা ট্রেন থামাতে ইট-পাথর নিক্ষেপ করতে থাকে। বিক্ষুব্ধ কর্মীদের থামাতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি নিক্ষেপ করে। কিন্তু তাতেও কাজ না হওয়ায় ট্রেনটি পুনরায় ষোলশহর স্টেশনে ফিরে যায়।
ষোলশহর স্টেশন মাস্টার শাহাব উদ্দিন বলেন, ‘দুইবার শাটল ট্রেন বিশ্ববিদ্যালয় উদ্দেশে যেতে চাইলেও অবরোধকারীরা যেতে দেয়নি। আমরা বিষয়টা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করেছি।’
প্রসঙ্গত, গত বছরের ২০ জুলাই দুই সদস্যবিশিষ্ট কমিটি গঠনের পর সাত মাসে চার দফা সংঘর্ষ হয়। পরে গত ৯ ফেব্রুয়ারি রাতে কেন্দ্র থেকে বিশ্ববিদ্যালয় কমিটির কার্যক্রম স্থগিত করে দেয়া হয়। কমিটি শেষ হওয়ার দুই দিন আগে গত সোমবার ২০১ সদস্য বিশিষ্ট কমিটি দেয় কেন্দ্র। যে কমিটিতে ত্যাগীদের মূল্যায়ন করেনি বলে দাবি করে আসছে ছাত্রলীগের একটি অংশ। এর প্রতিবাদে আন্দোলনের ডাক দেয় তারা।
এই সংক্রান্ত আরো সংবাদ

শেকৃবির ১২ শিক্ষককে সাময়িক বরখাস্ত
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) “আওয়ামীপন্থি” ১২ শিক্ষককে সাময়িক বরখাস্তের সিদ্ধান্তবিস্তারিত পড়ুন

২৭তম বিসিএসে বঞ্চিত ১,১৩৭ জনের চাকরি ফেরত দিতে সুপ্রিম কোর্টের নির্দেশ
১৭ বছর আগে ২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিত ১,১৩৭ জনের চাকরি ফেরতবিস্তারিত পড়ুন

এইচএসসির ফল প্রকাশ মঙ্গলবার, জানা যাবে যেভাবে
মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করাবিস্তারিত পড়ুন