চবিতে “সান্ধ্য আইন” বাতিলে শিক্ষার্থীদের ধর্মঘট
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সান্ধ্য আইন বাতিলের দাবিতে আবাসিক শিক্ষার্থীরা খালেদা জিয়া হলে অবস্থান ধর্মঘট পালন করছেন।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে এ ধর্মঘট শুরু হয়।
জানা যায়, হলের কিছু আবাসিক শিক্ষার্থীদের সন্ধ্যা সাতটার পর হলে প্রবেশ করায় প্রভোস্ট জরিনা আক্তার ওইসব শিক্ষার্থীর বিভাগে চিঠি পাঠায়। পরবর্তীতে তাদের কয়েকজনকে বিনা নোটিশে শোকজ করা হয়। এ নোটিশকে অবাঞ্চিত ঘোষণা করে সান্ধ্য আইন বাতিলের দাবিতে হলের গেটের দিকে সব আবাসিক শিক্ষার্থীরা অবস্থান নেয়। পরবর্তীতে তারা চবি শহীদ মিনারে এসে অবস্থান নেয়। দাবি মেনে না নেয়া পর্যন্ত তারা সিদ্ধান্তে অনড় থাকার কথা ব্যক্ত করেন।
এ ব্যপারে নাম প্রকাশে অনিচ্ছুক লোক প্রশাসন বিভাগের এক শিক্ষার্থী বলেন, “আমাদের বিভিন্ন কাজের জন্য বাইরে থাকতে হয়, কিন্তু আমাদের হলে সাতটার পরে আর ঢুকতে দেয়া হয় না। অথচ শহর থেকে রাত সাড়ে নয়টায় শাটল ট্রেনে করে অনেক মেয়ে শিক্ষার্থী টিউশনি করে হলে ফেরে।
এ ব্যপারে, হল প্রভোস্টকে ফোন করা হলে তিনি কথা বলতে রাজি হননি।
এদিকে রাত নয় টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত শিক্ষার্থীদের ধর্মঘট চলছিল।
এই সংক্রান্ত আরো সংবাদ
এইচএসসির ফল প্রকাশ মঙ্গলবার, জানা যাবে যেভাবে
মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করাবিস্তারিত পড়ুন
বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বিক্ষোভকারীদের অধিকার সমুন্নতবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন