চবির আবাসিক হল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার

ক্যাম্পাস খোলার প্রথম দিনেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল এ এফ রহমান, শহীদ আব্দুর রব ও একটি কটেজ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৯ জুলাই) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সহযোগিতায় এসব অস্ত্র উদ্ধার করা হয়।
প্রক্টরিয়াল বডি সূত্রে জানা যায়, ক্যাম্পাস খোলার সাথে সাথে রাজনৈতিক নেতারা নিজেদের মধ্যে সংঘর্ষ বাধাঁনোর জন্য বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও ক্যাম্পাসের আশেপাশের কটেজ গুলোতে রামদা, ছুরি ও রড একত্রিত করে রাখে। এসব বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি সুনির্দ্দিষ্ট তথ্যের মাধ্যমে পুলিশের সহযোগিতায় এ এফ রহমান, শহীদ আব্দুর রব ও শাহ আমানত হলের পূর্ব পাশে মুনআফ নামের একটি কটেজে তল্লাশি চালিয়ে প্রায় অর্ধ্বশত রামদাসহ বিপুল পরিমাণ ছুরি ও লোহার রড উদ্ধার করে পুলিশ।
এসব বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী বলেন, গোপন তথ্যের মাধ্যমে পুলিশের সহযোগিতায় এ এফ রহমান, শহীদ আব্দুর রব ও শাহ আমানত হলের পূর্ব পাশে মুনআফ নামের একটি কটেজ থেকে এগুলো উদ্ধার করেছি। পরে সেগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এবং ক্যাম্পাসে যে কোন অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সহযোগিতা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির ইনর্চাজ আকতারুজ্জামান বলেন, প্রক্টরিয়াল বডির সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের দুইটি আবাসিক হল ও মুনআফ নামের একটি কটেজ থেকে ৪০ থেকে ৪৫ টি রামদাসহ বিপুল পরিমাণ ছুরি ও লোহার রড উদ্ধার করেছি। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ

শেকৃবির ১২ শিক্ষককে সাময়িক বরখাস্ত
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) “আওয়ামীপন্থি” ১২ শিক্ষককে সাময়িক বরখাস্তের সিদ্ধান্তবিস্তারিত পড়ুন

২৭তম বিসিএসে বঞ্চিত ১,১৩৭ জনের চাকরি ফেরত দিতে সুপ্রিম কোর্টের নির্দেশ
১৭ বছর আগে ২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিত ১,১৩৭ জনের চাকরি ফেরতবিস্তারিত পড়ুন

এইচএসসির ফল প্রকাশ মঙ্গলবার, জানা যাবে যেভাবে
মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করাবিস্তারিত পড়ুন