চবি ছাত্রলীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রলীগ নেতা ওমর ফারুকের বিরুদ্ধে ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা নেয়ার অভিযোগ উঠেছে। দরপত্রের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অব্যহৃত গাড়ি ক্রয়কারী এক ব্যবসায়ীর কাছে সোমবার এ চাঁদা নেয়া হয় বলে অভিযোগ করেছেন আয়েশা মোটরসের এক কর্মকর্তা।
নাম প্রকাশে অনিচ্ছুক আয়েশা মোটরসের ওই কর্মকর্তা জানান, সব নিয়ম মেনে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের মেয়াদোত্তীর্ণ গাড়ি ক্রয়ের আদেশ পাই। কিন্তু আজ (সোমবার) দুপুর সাড়ে ১২টায় গাড়িগুলো নেয়ার সময় বিশ্ববিদ্যালয়ের রেলক্রসিং এলাকায় ওমর ফারুক শতাধিক কর্মী নিয়ে রাস্তা অবরোধ করেন। এ সময় এক লাখ ৬০ হাজার টাকা চাঁদা দাবি করেন অন্যথায় গাড়ি আটকে রাখার হুমকি দেন।
তিনি আরো বলেন, পরবর্তীতে নগদ ৩০ হাজার টাকা দেয়া হলে গাড়ি ছাড়তে রাজি হন ওমর ফারুক। পুরো ঘটনাটি পুলিশের সামনে ঘটলেও পুলিশ অনেকটা নীরব ভূমিকা পালন করে।
ওমর ফারুক ইংরেজি বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, চাঁদা নয়, প্রতিষ্ঠানটির কাছে পূর্বের কিছু অর্থ বকেয়া ছিল। তারা আমাকে আজ (সোমবার) সে অর্থ পরিশোধ করে।
হাটহাজারী থানার পরিদর্শক (তদন্ত) মজিবর রহমান জানান, এখন পর্যন্ত কেউ এ ব্যাপারে কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হেলাল উদ্দিন চৌধুরী জানান, টাকা লেনদেনের বিষয়টি সত্য। তবে এটি কোনো ব্যবসা সংক্রান্ত লেনদেন নাকি চাঁদাবাজি তা এখনো জানা যায়নি। আয়েশা মোটরস নামের প্রতিষ্ঠানটি এখনো কোনো অভিযোগ জানায়নি। তবে আমরা বিষয়টি খতিয়ে দেখছি।
চবি ছাত্রলীগ সভাপতি আলগীর টিপু বলেন, এ ধরনের ঘটনায় কারো জড়িত হওয়ার অভিযোগ পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। এক্ষেত্রে কোনো ছাড় দেয়া হবে না।
পরিবহন দফতর সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের অব্যবহৃত পরিত্যক্ত ১২টি গাড়ি বিক্রয়ের জন্য উন্মুক্ত দরপত্রের আহ্বান করা হয়। সেই মোতাবেক সর্বোচ্চ ৭ লাখ ৫০ হাজার টাকা দর দেয়ায় আয়েশা মোটরস নামে একটি প্রতিষ্ঠান এ দরপত্রটি পায়।
এই সংক্রান্ত আরো সংবাদ
এইচএসসির ফল প্রকাশ মঙ্গলবার, জানা যাবে যেভাবে
মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করাবিস্তারিত পড়ুন
বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বিক্ষোভকারীদের অধিকার সমুন্নতবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন