চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে আ. লীগ নেতার মৃত্যু
কিশোরগঞ্জের ভৈরবে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে কাজী মাহফুজুল হক ফরহাদ (৩৫) নামের এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেলে ভৈরব বাজার জংশনে এই ঘটনা ঘটে।
ফরহাদ কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার চন্দ্রগ্রাম এলাকার মৃত মো. সিরাজুল হকের ছেলে। তিনি বাজিতপুর পৌর আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক ছিলেন।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে স্বজনরা এলে রেলওয়ে পুলিশ তাদের কাছে মৃতদেহ হস্তান্তর করেন বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদ।
রেলওয়ে পুলিশ, প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্র জানায়, ফরহাদ বাজিতপুর যাওয়ার উদ্দেশে ঢাকা থেকে সিলেটগামী আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে ওঠেন। ননস্টপেজ ট্রেনটি বিকেল ৩টার দিকে হোমসিগন্যাল অতিক্রম করে ভৈরব বাজার জংশন স্টেশন এলাকায় প্রবেশের সময় তিনি চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়েন। দুর্ঘটনার পর রেলওয়ে পুলিশ ফরহাদের খণ্ড-বিখণ্ড দেহ উদ্ধার করে।
পরে ফরহাদের পকেটে থাকা মোবাইল ফোন থেকে নম্বর বের করে স্বজনদের খবর দিলে বিকেল ৫টার দিকে তারা এসে লাশ গ্রহণ করে নিয়ে যায়।
এ সময় ফরহাদের বন্ধু ও স্বজন আবদুল হালিম জানান, ফরহাদ বিবাহিত। তাঁর স্ত্রীর নাম লিসা। আট বছর আগে তাঁদের বিয়ে হলেও কোনো সন্তান-সন্তুতি নেই।
এই সংক্রান্ত আরো সংবাদ
ইটনায় বজ্রপাতে রাখাল নিহত
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় হাঁসের খামারে কাজ করার সময় বজ্রপাতে রাখালবিস্তারিত পড়ুন
পাগলা মসজিদের দান বাক্সে এবার মিলল ২৭ বস্তা টাকা
কিশোরগঞ্জ পৌর শহরের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বাক্স থেকে ২৭বিস্তারিত পড়ুন
ট্রেনের টিকেটে অতিরিক্ত মূল্য, বুকিং সহকারীকে অব্যাহতি
কিশোরগঞ্জের ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশনে ট্রেনের টিকেটে অতিরিক্ত টাকাবিস্তারিত পড়ুন