চাঁদপুরের তেল গোডাউনের আগুনে দগ্ধ রায়হানের মৃত্যু
চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কে যুমনা অয়েল এজেন্সির গোডাউনে তেলের ট্যাংকার থেকে আগুনে দগ্ধ রায়হান মারা গেছে। বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) রাত ৮টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
ঢামেক বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল রায়হানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আগুনে রায়হানের শরীরের ৯৫ ভাগ অংশই পুড়ে গিয়েছিল।
নিহত রায়হান চাঁদপুর ফরিদগঞ্জের মিজানুর রহমানের ছেলে। মিজানুর রহমান যমুনা অয়েল এজেন্সির গোডাউনের মালিক। নিজেও এই ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। তিনি ছাড়াও এ ঘটনায় অগ্নিদগ্ধ আরও ৪ জন সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
প্রসঙ্গত, বুধবার (৩১ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১২টায় চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কে যুমনা অয়েল এজেন্সির গোডাউনে তেলের ট্যাংকার থেকে আগুন লাগার ঘটনা ঘটেছিল। একটি জ্বালানি তেলের ট্যাংকার থেকে ওই তেলের গোডাউনে ড্রামে তেল অপসারণ করতে গিয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ট্যাংকারে ছড়িয়ে পড়ে এবং ওই গোডাউনে বিক্রির জন্য থাকা গ্যাস্ট সিলিন্ডারগুলো বিকট শব্দে উপরের দিকে উঠে।
এই ঘটনায় রায়হান ও তার বাবাসহ আরও ৫ হন অগ্নিদগ্ধ হয়েছিল। এদের মধ্যে ৬ জনকে ঢাকায় রেফার করা হয়েছিল।
এই সংক্রান্ত আরো সংবাদ
বিয়েবাড়িতে টেবিল বসিয়ে ‘হোটেল ব্যবসা’ বন্ধের দাবি
বিয়েবাড়িতে টেবিল বসিয়ে উপহারসামগ্রী নেওয়ার প্রচলন বন্ধের দাবিতে চাঁদপুরে র্যালিবিস্তারিত পড়ুন
চাঁদপুরে মাদকের টাকার জন্য মারাত্মকভাবে কুপিয়ে মাকে হত্যা
চাঁদপুর শহরে মাদকসেবী ছেলের হাতে মা খুন হয়েছেন। মঙ্গলবার রাতবিস্তারিত পড়ুন
১৫ লাখ ইয়াবা উদ্ধার
চট্টগ্রামের পতেঙ্গার বহির্নোঙর এলাকায় একটি ট্রলার থেকে ১৫ লাখ ইয়াবাবিস্তারিত পড়ুন