চাইছেনটা কী? প্রশ্ন হৃত্বিক রোশনের উকিলের

হৃত্বিক রোশন আইনি মামলা লড়ছেন নিজের সম্মান বাঁচাতে। কিন্তু আপনারা ঠিক কী কারণে পাল্টা লড়াইটা লড়ছেন! কঙ্গনা রানাওয়াতের উকিলকে কটাক্ষ হৃত্বিকের উকিলের। কঙ্গনার পক্ষ থেকে এদিন আদালতে দাবি করা হয়েছে, হৃত্বিক যেসব ইমেল মুম্বাই পুলিশের সাইবার অপরাধ বিভাগে জমা দিয়েছেন, সেগুলো ‘অপ্রাসঙ্গিক, অপরীক্ষিত এবং নির্ভরযোগ্য নয়’। এর পরই রীতিমত বিবৃতি দিয়ে হৃত্বিকের আইনজীবী বলেন, ঠিক কী প্রমাণ করতে চাইছেন ওঁরা? যে হৃত্বিক রোশন, কঙ্গনা রানাওয়াতের মধ্যে তথাকথিত ‘সম্পর্ক’ ছিল? সেই জন্যেই কি হৃত্বিকের নামে এমন ঢালাও অপপ্রচার চলছে?
ওদিকে কঙ্গনার আইনজীবীর বক্তব্য, ওইসব অপ্রাসঙ্গিক ই মেলের কপি সংবাদ মাধ্যমের হাতে তুলে দিয়ে হৃত্বিক প্রমাণ করলেন, বিচার ব্যবস্থার উপর তাঁর আস্থা নেই। কঙ্গনার নামে কুৎসা রটাতে এখন উনি যা ইচ্ছা তাই করতে পারেন। গতকালই প্রায় ৩০০০ ইমেল হৃত্বিকের পক্ষ থেকে জমা করা হয় মুম্বাইয়ের সাইবার অপরাধ দমন শাখায়। বলা হয়, ৬ মাস ধরে এই ইমেলগুলি হৃত্বিককে পাঠিয়েছিলেন কঙ্গনা। ছবিও পাঠিয়েছিলেন, যাঁর মধ্যে নাকি নগ্ন ছবিও ছিল। কিন্তু হৃত্বিক নাকি পাত্তা দেননি।
সূত্র: আজকাল
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন