‘চাকরি আওয়ামী লীগ নেতাকর্মীদেরই দিতে হবে’

রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্যের (ভিসি) বাসভবন ঘেরাও করে রাবিতে জনসংযোগ দফতরের মৌখিক পরীক্ষা ভণ্ডুল করে দিয়েছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাদের দাবি, চাকরি দিতে হবে আওয়ামী লীগ নেতাকর্মীদেরই। কোনো জামায়াত-শিবিরের কর্মীকে নিয়োগ দেওয়া চলবে না। তবে মৌখিক পরীক্ষা দিতে আসা কেউ জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত নয় বলে জানা গেছে।
সোমবার বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ফলে বিকেল ৪টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা হয়নি। এর আগেও বেশ কয়েকবার আওয়ামী লীগের এই নেতাকর্মীরা চাকরির দাবিতে ভিসি অফিসে ব্যাপক হট্টগোল করেছিল এবং সে সময়ে ভিসি অধ্যাপক ড. মুহম্মদ মিজানউদ্দিনের সঙ্গে স্থানীয় অনেক নেতাকর্মী খারাপ আচরণ করেন বলে অভিযোগ ওঠে।
সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের একজন কর্মকর্তা পদে গত বছরের ১৫ ডিসেম্বর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়। আবেদনের শেষ তারিখ ছিল ৫ জানুয়ারি। আবেদন যাচাই-বাছাই শেষে ৬ জনকে যোগ্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হয়। সোমবার বিকেলে তাদের মৌখিক পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর থেকে তাদের মোবাইলে এসএমএস ও কল করে ক্যাম্পাসে এসে পরীক্ষার আগে ডুপ্লিকেট প্রবেশপত্রের কপি নিতে বলা হয়।
এ প্রসঙ্গে মতিহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন বলেন, ‘প্রশাসন নিজেদের সুবিধামতো চাকরিতে ঢোকার বয়সসীমা বাড়াচ্ছে, আবার কমাচ্ছে। আওয়ামী লীগের কর্মীদেরই নিয়োগ দিতে হবে কোনো জামায়াত-শিবিরের কর্মীকে নিয়োগ দেওয়া চলবে না।’
যারা মৌখিক পরীক্ষা দিতে এসেছেন তারা জামায়াত-শিবিরের কর্মী তার কাছে এর প্রমাণ আছে কি না জানতে চাইলে এর কোনো সদুত্তর দিতে পারেননি তিনি।
জানতে চাইলে রাবি ভিসি অধ্যাপক ড. মুহম্মদ মিজানউদ্দিন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ৩৫ হাজার শিক্ষার্থী, দেড় হাজার শিক্ষক, সাড়ে ৩/৪ হাজার কর্মকর্তা। অথচ বহিরাগতরা এসে এখানে নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে দিয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের কমিউনিটির সদস্যদের মদদ ছাড়া এটা কোনোভাবে সম্ভব নয়। বিশ্ববিদ্যালয়ের কারা এদের মদদ দিচ্ছে, তা এখন দেখার বিষয়।’
স্থগিত নিয়োগ পরীক্ষার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘পরবর্তীতে পরিবেশ-পরিস্থিতি বুঝে পুনরায় নিয়োগ পরীক্ষার তারিখ নির্ধারণ করা হবে।’
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল ৪টায় ভিসির বাসভবনে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে- এমন খবর পেয়ে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে। তারা দলীয় নেতাকর্মীদের চাকরির দাবিতে সেখানে বিক্ষোভ করতে থাকে। এ সময় ভিসি অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন ভেতরে অবস্থান করছিলেন। পরে সেখানে প্রার্থীরা এলে পরীক্ষা হবে না জানিয়ে তাদেরকে চলে যাওয়ার নির্দেশ দেন সরকারদলীয় নেতাকর্মীরা।
এই সংক্রান্ত আরো সংবাদ

ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন

সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
নিজস্ব সংবাদদাতা: শীর্ষস্থানীয় জঙ্গিবাদী সংগঠন জামাতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এরবিস্তারিত পড়ুন