চাদের মিশর জয়
বিশ্বকাপ বাছাইপর্ব আফ্রিকা অঞ্চলে শনিবার মুখোমুখি হয় চাদ ও মিশর। ম্যাচে শক্তিশালী মিশরকে ১-০ গোলে হারিয়ে হইচই ফেলে দিয়েছে দুর্বল দল চাদ। এই হারের ফলে বিশ্বকাপ বাছাইপর্বের প্রথমিক রাউন্ড থেকেই বিদায় নিতে হতে পারে মিশরকে।
ম্যাচের ৭৩ মিনিটে চাদের অধিনায়ক এজেচিল এন’ডাওয়াসেল এর একমাত্র গোল মিশরের বিপক্ষে চাদের ফুটবল ইতিহাসের প্রথম জয়টি এনে দেয়। সেপ্টেম্বরে এই মাঠেই ন্যাশন্স কাপের বাছাইপর্বে মিশরের কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হয়েছিল চাদ। দ্বিতীয় লেগেও অবশ্য মিশরের সঙ্গে খেলা রয়েছে দলটির। সেখানে মিশর ভালো খেলতে চাইলেও বেশ চাপের মুখে থাকবে। তার উপর এই জয় পরবর্তী ম্যাচে চাদকে বেশ আত্মবিশ্বাস যোগাবে।
১৯৯০ সালের পর বিশ্বকাপের মূল আসরে খেলার সুযোগ পায়নি মিশর। অবশ্য ২০১০ ও ২০১৪ সালে বিশ্বকাপের মূলপর্বে খেলার দ্বারাপ্রান্তে গিয়েও বিদায় নিয়েছিল। সেখানে প্লে অফে আলজেরিয়া ও ঘানার কাছে হেরেছিল মিশর। এবার তারা বাছাইপর্বের প্রথম রাউন্ড থেকেই বিদায় নেয় কিনা সেটাই এখন দেখার বিষয়।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন