চার্জার লাইটের ভেতরে দুই কোটি ৪০ লাখ টাকার সোনা
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে ৪৮টি সোনার বার জব্দ করেছে কাস্টমস কর্মকর্তারা। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় এসব বার জব্দ করা হয়।
এ ঘটনায় মিফতা উদ্দিন নামে এক যাত্রীকে আটক করা হয়েছে। তাঁর বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলায়।
কাস্টমস কর্মকর্তারা জানান, জব্দ হওয়া বারের ওজন সাড়ে পাঁচ কেজি। মূল্য দুই কোটি ৪০ লাখ টাকা।
বিমানবন্দরে দায়িত্বরত কাস্টমস এর উপকমিশনার মিনহাজ উদ্দিন পাহলোয়ান জানান, দুবাই থেকে ফ্লাই দুবাই উড়োজাহাজে করে মিফতা উদ্দিন চট্টগ্রামে পৌঁছান। উড়োজাহাজ থেকে নামার পর তাঁর গতিবিধি সন্দেহজনক মনে হয়। স্ক্যানিং যন্ত্রে তাঁর ব্যাগ যাতে তল্লাশি না হয় তিনি সে চেষ্টা করেন। এটি দেখার পর ব্যাগ তল্লাশি করে ব্যাগের মধ্যে তিনটি চার্জার লাইটের ভেতর থেকে ৪৮টি স্বর্ণবার জব্দ করা হয়।
মিনহাজ উদ্দিন জানান, আটক যাত্রীর বিরুদ্ধে নগরের পতেঙ্গা থানায় মামলা দায়ের করা হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায় ভয়াবহ রূপ ধারণ করেছে। মানুষজনবিস্তারিত পড়ুন
চালু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট
প্রায় সাড়ে চার বছর পর আগামী ২৯ জুলাই থেকে চালুবিস্তারিত পড়ুন
রায়পুরায় বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
‘আওয়ামী লীগ দেশের উন্নয়নের জন্য কাজ করে, ঘরের ছেলে ঘরেবিস্তারিত পড়ুন