চার খান নিয়ে যা বললেন কারিনা!
বলিউডের চার খানের সঙ্গেই অভিনয় করেছেন অভিনেত্রী কারিনা কাপুর খান। যার মধ্যে আমির খান হলেন কারিনার সবচেয়ে পছন্দের। আমিরের সঙ্গে ‘থ্রি ইডিয়টস’ এবং ‘তালাশ’-এর মতো ছবিতে অভিনয় করতে পেরে তিনি নিজেকে ভাগ্যবতী মনে করেন। আর সলমান খানের সঙ্গে তাঁর জুটি দর্শকরা বরাবরই খুব পছন্দ করেছে বলেও জানালেন তিনি। ‘সিনেমার পর্দায় আমার আর সাইফের জুটি হিট হলো না ফ্লপ হলো তা নিয়ে আমার মাথাব্যথা নেই, বাস্তব জীবনে আমার আর সাইফের জুটি দুর্দান্ত হিট।’ সম্প্রতি কলকাতায় এসে সংবাদমাধ্যমের কাছে এভাবেই মুখ খুললেন পতৌদির নবাব পরিবারের বধূ তথা সাইফঘরণী অভিনেত্রী কারিনা কাপুর খান।
কারিনার কথায়, ‘শাহরুখ খান তো দুর্দান্ত অভিনেতা। আর সাইফ আলী খান, সে তো আমার ঘরের লোক। সাইফের সঙ্গে পর্দায় জুটি বেঁধে ‘কুরবান’ এবং ‘এজেন্ট বিনোদ’এর মতো অসাধারণ ছবিও করেছি। বলিউডের চার খানই খুব ভালো অভিনেতা।’
বরাবরই ছবির চরিত্র চিত্রায়ণে নিজের আবেগকে কাজে লাগিয়ে অভিনয়কে অন্য মাত্রা দিতে পারদর্শী কারিনা। জানালেন, ‘পরিচালক চরিত্রটাকে যেভাবে দেখতে চান, আমি নিজের উপলব্ধি দিয়ে সেভাবে চরিত্রটাকে সাজাই। চরিত্র ফুটিয়ে তোলার জন্য আলাদা করে ওয়ার্কশপ কিংবা রিহার্সাল করি না। শট দেওয়ার আগে নিজের আবেগ দিয়ে চরিত্রটাকে বুঝে নিয়ে চরিত্রে অভিনয় করি। হৃদয় দিয়ে চরিত্রটাকে অনুসরণ করি। ব্যস, তাতেই কিস্তিমাত!’
কারিনা জানিয়েছেন, ‘কাজের প্রতি প্যাশন নিয়েই আমি কাজ করি। শুধু ফিল্ম নয়, জীবনের প্রতিটি কাজই আমি অত্যন্ত আবেগ দিয়ে করি। আর এই আবেগটা আমার প্রতিটি কাজের মধ্যে প্রতিফলিত হয়। যেটা ছবির ক্ষেত্রে দর্শকদেরও ভালো লাগে বলে আমার ধারণা। কাজের প্রতি প্যাশন এবং আবেগই আমাকে এখনো এই ইন্ডাস্ট্রিতে টিকিয়ে রেখেছে।
নিজেই তাঁর জীবনের সেরা ছবির কথা জানাতে গিয়ে বললেন, “চামেলি’ আমার জীবনের সেরা ছবিগুলোর মধ্যে অন্যতম। তারপর ‘ওমকারা’ এবং ‘কুরবান’ ছবিগুলোও আমার খুব প্রিয় ছবি।” তবে বলিউডের মাটিতে নিজের আধিপত্যকে ধরে রাখতে বরাবরই কারিনা কমার্শিয়াল এবং ভিন্ন ধারার ছবির মধ্যে সমন্বয় রেখে কাজ করেন।
মাত্র ২০ বছর বয়স থেকে অভিনয় শুরু করেছেন কারিনা। বলিউডে একটানা ১৫ বছর ধরে কাজ করছেন। জানিয়ে দিলেন, এখন মানসিকভাবে অনেক পরিণত হয়ে গেছেন তিনি। অভিনয়ের ক্ষেত্রে এখন কোয়ালিটি আর কোয়ান্টিটিকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিতে চান।
কারিনার কথায়, ‘ছবিতে অভিনয়ের ক্ষেত্রে যা পাচ্ছি তাই করব, এটা এখন আর ভালো লাগে না। তাই ঠিক করেছি, বেছে বেছে ছবি করব। চিত্রনাট্য অবশ্যই ভালো হতে হবে, সেই সঙ্গে চরিত্র পছন্দসই হলেই তবে অফার নেব। অবশ্য কিছু কিছু ক্ষেত্রে পরিচালকের নামটাও কিন্তু ম্যাটার করে। সেটাকে কোনোভাবেই উড়িয়ে দেওয়া যায় না।’
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন