চার-ছক্কা মেরে ম্যাচ শেষ করার সিদ্ধান্ত ভুল ছিল: সাব্বির

বিপিএলের প্রথম ম্যাচে খুলনা টাইটান্সের বিপক্ষে জেতা ম্যাচটা ৩ রানে হেরেছে রাজশাহী কিংস। দলের অধিনায়ক সাব্বির জানিয়েছেন চার-ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করার সিদ্ধান্ত ভুল ছিল।
বৃহস্পতিবার মিরপুরের ক্রিকেটে একাডেমির মাঠে অনুশীলন শেষে এসব কথা বলেন তিনি।
সাব্বির বলেন, ‘৪ বলে ৫ রান, তখন মারার কিছু ছিল না। ব্যাটিংয়ে যারা ছিল তাদের সবারই এক রান করে নেওয়ার সামর্থ্য ছিল। হয়তো বা তারা ভেবেছিল চার বা ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করে দিবে। এটা ছিল ভুল সিদ্ধান্ত।’
এমন একটা ম্যাচ হারা প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘পেশাদার ক্রিকেটারদের কাজ হচ্ছে খেলা। জয়-পরাজয় (পরের ম্যাচের জন্য প্রস্তুত হতে) খুব একটা প্রভাবিত করে না। তারপরও খারাপ লাগে, এমন ম্যাচ হারের পর ইমোশন কাজ করে। খারাপ লাগে। আমিও তো মানুষ, আমারও খারাপ লেগেছে।’
“আমার বারবার ভারত ম্যাচের কথা মনে পড়েছে। একশ ম্যাচে যদি এমন পরিস্থিতিতে পড়ি একশবারই জিতব। জেতার সম্ভাবনাই বেশি। হয়ে গেছে, কিছু করার নাই। এখান থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচে ফেরার চেষ্টা করবো।”
মিরাজকে এতো পরে ব্যাটিংয়ে পাঠানোর প্রসঙ্গে সাব্বির বলেন, ‘এটা দলীয় খেলা, ব্যক্তিগত কোনো খেলা নয়। (মিরাজকে) দলই সেখানে পাঠিয়েছে। এটা ম্যানেজমেন্টের সিদ্ধান্ত ছিল। এখানে কারোর হাত নেই।’
শুক্রবার সন্ধ্যায় ঢাকা ডায়নামাইটসের সঙ্গে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে রাজশাহী কিংস। এ ম্যাচ দিয়েই জয়ের ধারায় ফিরতে চায় রাজশাহী কিংস।
এ ম্যাচ নিয়ে সাব্বির বলেন, ‘টি-টুয়েন্টিতে ছোট-বড় দল বলে কিছু নেই। সবাই ১২০ বল করেই পায়। বিপিএলে সাতটা দলই খুব ভালো। নিজেদের দিনে যে ভালো খেলবে সেই জিতবে। আগের ম্যাচে আমরা সব ভালো করেছি শুধু শেষ ওভারটা খারাপ করেছি। ম্যাচ হেরেছি- এটাই টি-টুয়েন্টি। যদি বল টু বল খেলি তাহলে চেষ্টা করবো ভালো খেলার জন্য।’
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন