চার টাইগার ক্রিকেটার আইপিএলের নবম আসরের নিলামে থাকছে
‘আইপিএল-২০১৬’ এর দিন ঘোষণা করল বিসিসিআই। বিশ ওভারের এই মেগা ইভেন্টের নবম সংস্করণ শুরু হবে ২০১৬-র ৯ এপ্রিল৷ ফাইনাল ২৯ মে৷
ইন্ডিয়ান এই প্রিমিয়ার লিগের (আইপিএল) নবম আসরের নিলামে বাংলাদেশের চার ক্রিকেটারকে রাখা হয়েছে।
আইপিএলের নবম আসরে পুনে ও রাজকোট নামে দুটি নতুন দল অংশ নেওয়ায় বাংলাদেশের ক্রিকেটাররা যেকোনো দল পেতে পারেন এমনটাই আশা করছে সবাই।
নিলামের আগেই বাংলাদেশ ক্রিকেটের সেরা তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে কোলকাতা নাইট রাইডার্স তাদের দলে রেখে দিয়েছে। আইপিএলে এর আগেই তিনবারই সাকিব কোলকাতার হয়েই খেলেছিলেন। যেখানে দু’বার চ্যাম্পিয়নও হয় বলিউড বাদশাহ শাহরুখ খানের দল।
আইপিএলে নতুন দুটি দলের মধ্যে পুণে দল কিনলেন কলকাতার শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা এবং রাজকোট ফ্র্যাঞ্চাইজির মালিকানা গেল মোবাইল কোম্পানি ইনটেক্স গ্রুপের হাতে৷ আইপিএল নাইন ও টেন সংস্করণের জন্য এই দু’টি ফ্র্যাঞ্চাইজি মালিকা পেয়েছে গোয়েঙ্কা ও ইনটেক্স গ্রুপ৷
পুণের জন্য ১৬ কোটি টাকা দরপত্র জমা দিয়েছিলেন সঞ্জীব গোয়েঙ্কার নিউ রাইজিং কনসোটিয়াম৷ আর ১০ কোট টাকা দরপত্র জমা দিয়ে রাজকোট ফ্র্যাঞ্চাইজির মালিক ইনটেক্স গ্রুপ৷
দুই বছরের জন্য নির্বাসিত চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসে ফ্র্যাঞ্চাইজির পরিবর্তে আত্মপ্রকাশ ঘটে আইপিএল-এ এই দু’টি দলের৷
২০১৩ আইপিএল-এ চেন্নাই ও রাজস্থান ফ্র্যাঞ্চাইজির মালিক ম্যাচ গড়াপেটায় বুকিদের সঙ্গে হাত মেলানোয় দুই বছরের জন্য নির্বাসিত হন সুপার কিংস ও রয়্যালস৷ চেন্নাই ফ্র্যাঞ্চাইজির মালিক তথা প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট নারায়ণস্বামী শ্রীনিবাসনের জামাই গুরুনাথ মায়াপন্ন এবং রাজস্থান ফ্র্যাঞ্চাইজির মালিক রাজ কুন্দ্রা ষষ্ঠ আইপিএল ম্যাচ গড়াপেটার সঙ্গে সরিসরি যুক্ত থাকায় সুপ্রিম কোর্ট নিযুক্ত লোধা কমিশন দুই বছরের জন্য এই দু’টি ফ্র্যাঞ্চাইজিকে নির্বাসিত করে৷
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন