মঙ্গলবার, অক্টোবর ৭, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

চিকিৎসকদের পাহারা দেবেন মন্ত্রী!

চিকিৎসকরা কর্মস্থলে থেকে সেবা দিচ্ছেন কি না, তা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সচিবালয় থেকে প্রতিদিন ‘মনিটরিং’ করবেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। এ লক্ষ্যে সব প্রযুক্তিগত প্রক্রিয়া শিগগিরই সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি।

আজ বুধবার সচিবালয়ে চিকিৎসকদের কর্মক্ষেত্রবিষয়ক এক সভায় স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে চিকিৎসকদের উপস্থিতি মনিটরিং করতে সিভিল সার্জনদের আরো সক্রিয় ও কার্যকর হওয়ার নির্দেশ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘মাঠপর্যায়ে চিকিৎসক না থাকলে তত্ত্বাবধানকারী কর্মকর্তা হিসেবে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও জেলার সিভিল সার্জনদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’ চিকিৎসকদের উপস্থিতির ওপর নজরদারি বাড়াতে মন্ত্রণালয়, অধিদপ্তর ও জেলাপর্যায়ের কর্মকর্তাদের প্রতি সপ্তাহে বিশেষ সভা করে অনুপস্থিতদের বিরুদ্ধে দ্রুত শাস্তির ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন মোহাম্মদ নাসিম।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকারের সময়ে উপজেলা পর্যায়ে ছয় হাজারের বেশি চিকিৎসক নিয়োগ এবং তাঁদের কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করতে মনিটরিং ব্যবস্থা জোরদার করায় অতীতের তুলনায় এখন হাসপাতালে রোগীরা বেশি সেবা পাচ্ছেন। সরকার এই তদারকি ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে চায়।’

মোহাম্মদ নাসিম বলেন, ‘হাসপাতালে রোগী সেবা না পাওয়ার অভিযোগ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সময়মতো চিকিৎসক পাওয়া যায় না, এমন অভিযোগ পেলে সংশ্লিষ্ট চিকিৎসককে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।’

সংসদ সদস্যদের (এমপি) নিজ নিজ এলাকায় হাসপাতালের ব্যবস্থাপনা পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বলে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘তাঁদের প্রতি মাসে একবার হাসপাতালে সভা করে যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ ও হাসপাতাল ব্যবস্থাপনায় মানোন্নয়ন নিয়ে আলোচনার পাশাপাশি চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করার বিষয়টিও তুলে ধরতে হবে।’

এর আগে বাংলাদেশ ডায়াবেটিস সমিতি ও বারডেম হাসপাতালের প্রতিনিধিদল স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। সমিতির সভাপতি অধ্যাপক ডা. এ কে আজাদ খান, মহাসচিব অধ্যাপক ডা. মোহাম্মদ সাইফউদ্দিন, বারডেমের চেয়ারম্যান ডা. সারওয়ার আলী, মহাসচিব অধ্যাপক ডা. নাজমুন নাহার প্রতিনিধিদলে নেতৃত্ব দেন।

পরে জাতীয় অধ্যাপক ডা. শাহ্লা খাতুন ও অধ্যাপক ডা. রওশন আরার নেতৃত্বে অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ এবং ইনস্টিটিউট অব রিপ্রডাক্টিভ অ্যান্ড চাইল্ড হেলথের এক প্রতিনিধিদল সচিবালয়ে মোহাম্মদ নাসিমের সঙ্গে সাক্ষাৎ করেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন

  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত
  • ফোরজির সর্বনিম্ন গতি ১০ এমবিপিএস কার্যকর হচ্ছে সেপ্টেম্বর থেকে