চিলির বিজয় উৎসবে ৩ জন নিহত
স্বপ্ন পূরণের উৎসবে গিয়েই কাল হল তিন হতভাগার। কোপা আমেরিকার দীর্ঘ ৯৯ বছরের ইতিহাসে প্রথমবার শিরোপা স্বাদ পূর্ণ হলো চিলিয়ানদের। কোপা আমেরিকার ফাইনালে হট ফেবারিট আর্জেন্টিনাকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেন অ্যালেক্সিস সানচেজ ও আর্তুরো ভিদালরা। গোটা দেশ আনন্দের জোয়ারে ভাসছে। কিন্তু এমন সময়ে হরষে বিষাদ হয়ে দেখা দেয় দেশটির রাজধানী সান্তিয়ানোতে বাধা দাঙ্গায়। যেখানে সংঘর্ষে তিন জনের প্রাণহানির ঘটনা ঘটেছে।
রোববার কোপার শিরোপা উদযাপনের জন্য সান্তিয়ানোর ইতালিয়া প্লাজায় একত্রিত হন হাজার হাজার সমর্থক। হঠাৎ ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এসময় সংঘর্ষ, দাঙ্গা ও লুটতরাজের ঘটনায় তিনজন নিহত হয়েছে। একই ঘটনায় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম ডেইলি মেইল। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দাঙ্গা পুলিশ লাটিচার্জ করে এবং জলকামান ব্যবহার করে।
ডেইলি মেইল জানায়, দাঙ্গা ও সংঘর্ষে জড়িয়ে পড়া ব্যক্তিদের নিবৃত করতে ঘর থেকে বের হয়ে আসা লুইস আলফ্রেডো নামক এক শিক্ষার্থীকে গুলি করে হত্যা করে উন্মত্ত সমর্থকরা। অন্যদিকে সংঘর্ষের পর তাড়াহুড়ো করতে গিয়ে গাড়ির নিচে পিষ্ট হয়ে ৯০ বছর বয়সী পাবলো মোরা বিবাদিলা ও ৪৮ বছর বয়সী মার্কো অ্যান্টনিও নামের দুই ব্যক্তি মারা যান। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন