‘চুপি চুপি প্রেম’ করছেন শাকিব-পরী

চিত্রনায়িকা পরীমনির সঙ্গে চুপি চুপি প্রেম করছেন চিত্রনায়ক শাকিব খান।
কিছুদিন ধরে তারা কক্সবাজারে অবস্থান করছেন। সমুদ্র সৈকতের বিভিন্ন জায়গায় তারা ঘুরে বেড়াচ্ছেন আর জমিয়ে প্রেম করছেন। তবে এ সবই সিনেমার গল্পের প্রয়োজনে।
শফিক হাসানের ‘ধূমকেতু’ সিনেমার ‘চুপি চুপি প্রেম’ শিরোনামের গানের দৃশ্যধারণে অংশ নিয়েছেন শাকিব-পরী। গত ১ অক্টোবর থেকে তারা এ গানের শুটিং করছেন। গানটিতে কণ্ঠ দিয়েছেন খেয়া ও ইমরান। গানটির নৃত্য পরিচালনা করেন মাসুম বাবুল। তাছাড়া এ জুটি কক্সবাজারে আরো একটি গানের শুটিং করবেন বলেও নির্মাতা সূত্রে জানা গেছে।
এ প্রসঙ্গে পরিচালক শফিক হাসান বলেন, ‘‘ধূমকেতু’ সিনেমার শুধু দুইটি গানের শুটিং বাকি ছিল। গত ১ অক্টোবর থেকে এ গানগুলোর শুটিং শুরু করেছি। এছাড়া সিনেমার সকল কাজ ইতোমধ্যে শেষ করেছি। চলতি বছর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে।’’
মুন্নি প্রোডাকশনের ব্যানারে ত্রিভুজ প্রেমের কাহিনি নির্ভর সিনেমাটিতে শাকিব-পরী ছাড়াও অভিনয় করেছেন, তানহা, রেবেকা, অমিত হাসান, দিতি ও আলিরাজসহ অনেকে।
সিনেমাটিতে ছয়টি গান থাকছে। এ ছাড়া একটি আইটেম গানও রয়েছে। গানগুলোর সংগীত পরিচালনা করেছেন, আহমেদ হুমায়ুন। কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎ, কিশোর, খেয়া, পিংকি, জোজো (ভারত)। সিনেমার চিত্রনাট্য, কাহিনি ও সংলাপ লিখেছেন মুনির রেজা।
২০১৪ সালের জুন মাসে শাকিব খানের পুবাইলের বাড়িতে শুভ মহরতের মাধ্যমে সিনেমাটির শুটিং শুরু হয়। তারপর দেশের বিভিন্ন লোকেশনে দৃশ্যাধারণের কাজ হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন