চুরি করতে গিয়ে কারারক্ষীর মৃত্যু!
মুন্সীগঞ্জ শহরে আয়কর ভবনের পাইপ থেকে পড়ে গতকাল সোমবার রাতে মাসফিকউজ্জামান (৩০) নামের এক কারারক্ষী নিহত হয়েছেন। ওই ভবনে চুরি করতে গিয়ে পালানোর সময় তিনি পড়ে যান বলে পুলিশ জানিয়েছে।
জেলা কারাপুলিশ সূত্র জানায়, নিহত মাসফিকউজ্জামান নেত্রকোনার পূর্বধলা উপজেলার মাস্টারপাড়ার আব্দুল কাদেরের ছেলে। চুরির অভিযোগ ওঠায় সম্প্রতি তাঁকে শরীয়তপুর কারাগার থেকে সাময়িক বরখাস্ত করে মুন্সীগঞ্জ কারাগারে সংযুক্ত করা হয়। এর আগে ঢাকার বংশাল থানায় একটি চুরির মামলায় দেড় মাস সাজা হয়েছিল মাসফিকউজ্জামানের।
জেলা কারাগারের জেলার ফরিদুর রহমান জানান, সোমবার রাত ১০টার দিকে জেলা কারাগার সংলগ্ন তিনতলা বিশিষ্ট আয়কর ভবনে চুরির জন্য প্রবেশ করেন কারারক্ষী মাসফিকউজ্জামান। এ সময় আয়কর অফিসের নৈশপ্রহরী চিৎকার দিলে মাসফিকউজ্জামান ওই কার্যালয়ের দরজা লাগিয়ে ভেতর দিয়ে পয়ঃনিষ্কাশনের একটি পাইপ দিয়ে নিচে নামার চেষ্টা করেন। সেখান থেকে ফসকে গিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে তাঁকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাসফিকউজ্জামান মারা যান।
একই তথ্য জানিয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুচ আলী জানান, তিনতলার পাইপ থেকে নিচে পড়ে কারারক্ষী মাসফিকউজ্জামানের কোমড় ভেঙে যায়। মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা ঢাকায় জাতীয় অর্থপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে নিতে বলেন। কিন্তু নেওয়ার আগেই হাসপাতালেই মাসফিকউজ্জামানের মৃত্যু হয়।
ওসি জানান, লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

হঠাৎ বাস বন্ধ, বিপাকে যাত্রীরা
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট এলাকার বাসস্ট্যান্ড থেকে আজ সববিস্তারিত পড়ুন

স্বামীকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ধর্ষণের শিকার গার্মেন্টস কর্মী
মুন্সিগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাট এলাকায় পদ্মার চরে এক গার্মেন্টস কর্মীকেবিস্তারিত পড়ুন

ভাইয়ের ছুরিকাঘাতে ভাই খুন
মুন্সিগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের খাসের হাট এলাকার চাচাতো ভাইয়েরবিস্তারিত পড়ুন