চুলের ক্লিপ বিঁধে স্কয়ারকর্মী নিহত!
পাবনায় মাথায় বাঁধার চুলের কাকড়া (ক্লিপ) বিঁধে স্কয়ার টয়লেট্রিজের রত্না বসাক (৩০) নামের এক কর্মী নিহত হয়েছেন। আজ রোববার সকালে অটোবাইকে করে অফিস আসার পথে শহরের শালগাড়িয়ার শাপলা প্লাস্টিকের মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রত্নার বাড়ি শালগাড়িয়া এলাকায়। এ ঘটনায় সহককর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। রত্না স্কয়ার টয়লেট্রিজের একটি বিভাগে সুপারভাইজার হিসেবে কাজ করতেন।
পুলিশ ও রত্নার সহকর্মীরা জানায়, আজ সকাল ৬টার দিকে প্রতিদিনের মতো শালগাড়িয়া বাইপাস এলাকায় অবস্থিত অফিসে যাওয়ার জন্য নির্দিষ্ট স্থানে এসে রত্না বসাক দেখতে পান অফিসের স্টাফ বাস ছেড়ে গেছে। তরিঘড়ি করে অটোবাইকে করে অফিসের উদ্দেশে রওনা হন তিনি। শালগাড়িয়া এলাকার শাপলা প্লাস্টিকের মোড়ে পৌঁছালে অটোবাইকটি ঝাঁকি খায়। এতে অটোবাইকের সিট উল্টে তাঁর চুলে বাঁধা কাকরা ক্লিপ মাথার মধ্যে ঢুকে যায় এবং প্রচণ্ড রক্তক্ষরণ হতে থাকে। তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে স্কয়ার কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বেলা ১টার দিকে রাজশাহী যাওয়ার আগেই বানেশ্বর নামক স্থানে রত্না বসাক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এই খবরে স্কয়ারের কর্মকর্তা-কর্মচারী ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু, মহাব্যবস্থাপক মো. আবদুল খালেক, উপমহাব্যবস্থাপক আবু তাহের, সহকারী মহাব্যবস্থাপক আবদুল হান্নান, প্রোডাক্টশন ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার, এক্সকিউটিভ আবুল বাশার, মো. আজম, মো. মাসুদ রানা, কাজী কায়কোবাদ প্রমুখ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
বগুড়ার ৩টি উপজেলায় নির্বাচন; ১৫৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ
রাত পোহালেই বগুড়ার তিন উপজেলা সারিয়াকান্দি, সোনাতলা ও গাবতলীতে ৬ষ্ঠবিস্তারিত পড়ুন
বিএনপি নেতাকর্মীরা বগুড়ায় আ.লীগ নেতার নির্বাচনী প্রচারণায়
বর্তমানে চলছে উপজেলা নির্বাচন। জাতীয় নির্বাচনের মত এই উপজেলা বির্নাচনেওবিস্তারিত পড়ুন
পদ্মায় গোসলে নেমে একসঙ্গে নিখোঁজ ৩ কিশোরের মরদেহ উদ্ধার
রাজশাহীতে পদ্মায় গোসল করতে নেমে নিখোঁজ তিন কিশোরের মরদেহ উদ্ধার করছে ফায়ারবিস্তারিত পড়ুন