শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

চুয়াডাঙ্গার পুতুলকন্যা রূপা ও মিম

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ২৬ বছরের রূপার উচ্চতা ৩৪ ইঞ্চি, আর ১৭ বছরের মিমের ৩৩ ইঞ্চি। খর্বাকার সহোদর দু’বোনকে এলাকার লোকজন পুতুলকণ্যা বলেই চেনে। বয়সে যুবতী হলেও এদের চলাফেরা, আচার-আচরণ সবকিছু শিশুদের মতো। খেলাধুলা করে প্রতিবেশী শিশুদের সাথে। রাতে ঘুমায় মায়ের গলা ধরে। মাঝে মাঝেই দু’বোনকে দেখতে দূর-দূরান্ত থেকে মানুষ আসে। এলাকাবাসী মনে করেন, স্বল্প উচ্চতা ও ওজনের জন্য এরা খর্বাকার সহোদর বোন হিসেবে গিনেস বুক অব ওয়াল্ড রেকর্ডে স্থান পেতে পারেন।

রূপা ও মিমের চেয়ে উচ্চতায় ছোট মানুষ নেপালে ও ভারতে আছে বলে রেকর্ড আছে। তবে একসঙ্গে দুই বোনের এমন খর্বাকৃতি পৃথিবীতে বিরল ঘটনা।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আঠারখাদা গ্রামের রূপা আর মিম কথা বলে যন্ত্রচালিত পুতুলের মতো করে। বয়স বেড়ে গেলেও এখনো তারা পুতুলকন্যা হিসেবে পরিচিত। পুতুলকন্যা দুই বোনের কারণে তাদের বাড়িটিও এলাকায় পুতুলবাড়ি হিসেবে পরিচিতি পেয়েছে।

সরেজমিনে আঠারোখাদা গ্রামে গিয়ে জানা গেছে, কৃষক আব্দুর রশিদের তিন ছেলে-মেয়ে। দুই মেয়ে এক ছেলে। তাদের মা ফাতেমা খাতুন গৃহীনি। বড় মেয়ে রূপা (২৬), ছেলে নূর আলম জিকু (২১) ও ছোটো মেয়ে মিম (১৭)। নূর আলম জিকুর উচ্চতা স্বাভাবিক হলেও রূপা ও মিম খাটো। একেবারেই খেলনা পুতুলের মতো ছোটো। নূর আলম জিকু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অনার্স শেষবর্ষের ছাত্র।

ভাই নূর আলম জিকুর পড়ালেখা অব্যাহত থাকলেও শুধু অস্বাভাবিক শারীরিক গড়নের কারণেই দুবোন রূপা ও মিমের লেখাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের গন্ডিতেই থেমে গেছে। কৃষক আব্দুর রশিদ জানান, ছোটোবেলায় রূপাকে স্কুলে ভর্তি করা হলে সহপাঠিরা তার শারীরিক গড়নের কারনেই রূপাকে নিয়ে ব্যস্ত থাকতো। মিমের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। ফলে, তাদের লেখাপড়া এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি।

ছোটোবেলায় যখন বোঝা যায় রূপা স্বাভাবিকভাবে বাড়ছে না, তার চিকিৎসা করানো হয়। কিন্তু কোনো লাভ হয়নি। মিমের ক্ষেত্রেও একই অবস্থা। মিমকে ভারতে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। তাতেও কোনো কাজ হয়নি। তারা স্বাভাবিকভাবে বেড়ে ওঠেনি।

রূপা ও মিমের বাবা আব্দুর রশিদ আরো জানান, ওদের অস্বাভাবিক আকৃতির বিষয়টি জানাজানি হওয়ার পর একযুগ আগে থেকেই মানুষ তাদের দেখতে আসে। আশা ছিল সরকারি উদ্যোগে তাদের জন্য কিছু নিশ্চয় হবে। তেমন কিছু হয়নি। তিনি বলেন, ‘রূপার উচ্চতা ৩৪ ইঞ্চি, আর মিমের ৩৩। আমি মনে করি আমার মেয়েদের মতো এত কম উচ্চতার সহোদর বোন পৃথিবীর অন্য কোথাও নেই।’ তাই গিনেস বুক অব ওয়ার্ল্ডে রূপা ও মিমের নাম দেখতে চান তিনি। এ জন্য জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন আবদুর রশিদ।

রূপা ও মিমের মা ফাতেমা খাতুন জানান, ‘জন্মের সময় ওরা খুবই ছোট আকৃতির হয়েছিল। বেঁচে থাকবে এ বিশ্বাস কারোরই ছিল না। ছোট মেয়ে মিমের জন্মের পর ভারতের অনেক নামী-দামি ডাক্তার দেখানো হয়েছে। কিন্তু ওদের স্বাভাবিক বেড়ে ওঠার ব্যাপারে সবাই নিরাশ করেছেন।’

রূপা খুব অভিমানী। আবার খুব রাগিও। বায়নাও ধরে খুব। দিনভর খেলাধুলায় ব্যস্ত থাকে। আর মোবাইলে শিল্পী মমতাজের গান শোনে। গানের তালে তালে নাচে। ছোট মিমের রাগ-অভিমান অনেক কম। বাড়িতে এই আছে, এই নেই। খেলতে চলে যায় পাড়ায়। অন্য শিশুদের সঙ্গে খেলা করে সে আনন্দ পায়।

রূপা ও মিমের খবর জানতে পেরে সম্প্রতি চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস, সিভিল সার্জন ডা. ছিদ্দিকুর রহমান ও আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহান আলমডাঙ্গার আঠারোখাদা গ্রামে যান রূপাদের বাড়ি। কথা বলেন, পরিবারের লোকজন ও এলাকাবাসির সাথে।

গ্রামের সেলিম হোসেন জানান, এই দুবোনের বয়স যখন অনেক কম তখন থেকেই তারা তোতাপাখির মতো ছোটো ছোটো করে কথা বলে। দূর-দূরান্ত থেকে মানুষ তাদের দেখতে আসে। অনেক মানুষ দেখলে দুবোনই লজ্জা পায়। বড়টা মিটিমিটি হাসে। কথা বললে বোঝে। কেউ কিছু খেতে দিলে লাজুকভাবেই তারা তা হাতে নেয়। আচরণ শিশুসুলভ। স্বাভাবিক জ্ঞানবুদ্ধি আছে। তাদের বয়স বাড়লেও এখনো তারা ছোট্ট মেয়ের মতো বাবার কাঁধে চড়ে ঘুরে বেড়ায়।

সেলিম আরো জানান, ‘আমরা মনে করি রূপা ও মিম বিশ্বের সবচেয়ে ছোট নারী। পত্রপত্রিকার খবর পড়ে যদ্দুর জানি এদের মতো খাটো নারী বিশ্বে আর নেই।’

বাড়াদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোবারক হোসেন জানান, রূপা প্রতিবন্ধীভাতা পাচ্ছে। মিমও যাতে পায় সে চেষ্টা করা হচ্ছে।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস জানান, রূপা ও মিমের চেয়ে উচ্চতায় ছোট নেপালে ও ভারতে আছে বলে রেকর্ড আছে। তবে, দুই বোন খর্বাকৃতিতে বোধহয় হবে পৃথিবীর সবচেয়ে ছোট। এ বিষয়ে আমরা দেশের সংশ্লিষ্ট দপ্তরকে জানাবো। রূপা প্রতিবন্ধীভাতা পেয়েছে। আগামিতে মিমকেও প্রতিবন্ধী ভাতা দেওয়া হবে।

রূপা ও মিম

এই সংক্রান্ত আরো সংবাদ

টানা ৩ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, হিট অ্যালার্ট জা‌রি

টানা ৩ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা বই‌ছে চুয়াডাঙ্গায়। তাপদা‌হের কার‌ণেবিস্তারিত পড়ুন

চুয়াডাঙ্গায় আগু‌নে পুড়ল কৃষকের ছাগল ও ভুট্টা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপ‌জেলার দর্শনায় অগ্নিকাণ্ডে আব্দুল আজিজ (৫০) না‌মে একবিস্তারিত পড়ুন

চুয়াডাঙ্গার সীমান্তে কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপ‌জেলার দর্শনা থানার সুলতানপুর বিজিবি টহলদল সীমান্তের পাকারাস্তাবিস্তারিত পড়ুন

  • তুচ্ছ ঘটনায় অসহায় মা ও স্কুলছাত্রী মেয়েকে বেঁধে প্রভাবশালীদের নির্যাতনের ঘটনায় তোলপাড়
  • চুয়াডাঙ্গায় প্রতিবন্ধী সন্তানকে কুপিয়ে হত্যা করলেন মা!
  • বোরকা পড়ে প্রেমিকাকে মোবাইল দিতে, অতঃপর……
  • চুয়াডাঙ্গায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১২
  • চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় ভটভটির দুই যাত্রী নিহত
  • চুয়াডাঙ্গায় স্ত্রীর পরকীয়ায় বাধা হয়ে দাঁড়ানোয় স্বামীকে খুন
  • টাকা নিয়ে ভোট না দেয়ায় ইউপি চেয়ারম্যানকে থাপ্পড়
  • চুয়াডাঙ্গায় ২ লাশ উদ্ধার করছে পুলিশ
  • সম্পত্তি লিখে না দেওয়ায় পিতাকে বন্দী
  • চুয়াডাঙ্গায় তিনদিন ব্যাপি ইজতেমা শুরু
  • ধর্ষণ করতে গিয়ে গণপিটুনি খেলো ছাত্রলীগ নেতা
  • চুয়াডাঙ্গায় ভিক্ষুক সমাবেশ অনুষ্ঠিত