চুয়াডাঙ্গার ‘বাঁশ’ পিডিকে গ্রহণ করবে না খাগড়াছড়ি জেলা পরিষদ
চুয়াডাঙ্গার দামুড়হুদার দর্শনায় সরকারি ভবন নির্মাণে অনিয়মে অভিযুক্ত ফাইটোস্যানিটারি ক্যাপাসিটি শক্তিশালীকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) সাদেক ইবনে শামছকে গ্রহণ না করার ঘোষণা দিয়েছে খাগড়াছড়ি জেলা পরিষদ।
এর আগে সাদেক ইবনে শামছকে পার্বত্য জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা হিসেবে বদলি করায় খাগড়াছড়িতে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
খোদ জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘ঘটনাটি দেশব্যাপী সমালোচনার ঝড় উঠেছে। এ ধরনের দুর্নীতিবাজ কর্মকর্তাকে খাগড়াছড়ি জেলা পরিষদ গ্রহণ করবে না।’
সম্প্রতি ২ কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে দর্শনা উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের অতিরিক্ত উপপরিচালকের কার্যালয় কাম ল্যাবরেটরি ভবন নির্মাণে রডের বদলে বাঁশসহ নিম্ন মানের উপকরণ ব্যবহারের ঘটনা ধরা পড়ে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে তোলপাড় শুরু হয়।
এ ঘটনায় একই প্রকল্পের উপপরিচালক আইয়ুব হোসেনকে বরগুনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে জেলা প্রশিক্ষণ কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, আইয়ুব হোসেন বুধবার বরগুনায় যোগ দিলেও দেশের বাইরে থাকায় সাদেক ইবনে শামছ খাগড়াছড়িতে যোগ দেননি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলা পরিষদের হস্তান্তরিত বিভাগগুলোর মধ্যে একটি। জেলা পরিষদ যেকোনো কর্মকর্তাকে গ্রহণ করা কিংবা ছাড়পত্র না দেওয়ার এখতিয়ার রাখে।
এই সংক্রান্ত আরো সংবাদ
টানা ৩ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, হিট অ্যালার্ট জারি
টানা ৩ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা বইছে চুয়াডাঙ্গায়। তাপদাহের কারণেবিস্তারিত পড়ুন
চুয়াডাঙ্গায় আগুনে পুড়ল কৃষকের ছাগল ও ভুট্টা
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় অগ্নিকাণ্ডে আব্দুল আজিজ (৫০) নামে একবিস্তারিত পড়ুন
চুয়াডাঙ্গার সীমান্তে কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার সুলতানপুর বিজিবি টহলদল সীমান্তের পাকারাস্তাবিস্তারিত পড়ুন