চুয়াডাঙ্গায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক
চুয়াডাঙ্গায় শ্যামলী খাতুন (২০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছেন। নিহতের পরিবারের অভিযোগ, যৌতুকের জন্য শ্যামলীকে হত্যা করা হয়েছে।
রবিবার দুপুরে শহরের নূরনগর কোলোনীপাড়ায় নিজ বাড়ি থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। নিহত শ্যামলী খাতুন শহরের নূরনগর কোলোনিপাড়ার পতন আলীর স্ত্রী।
স্থানীয়রা জানান, রবিবার বেলা সাড়ে ১১টার দিকে ওই গৃহবধূর বসতঘরে ঝুলন্ত লাশ দেখতে পান পরিবারের সদস্যরা।
পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনা স্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
নিহতের পিতা মউত আলীর অভিযোগ, প্রায় সময় যৌতুকের দাবিতে তার মেয়ে শ্যামলী খাতুনকে নির্যাতন করত পতন আলী। গতকাল রাতেও সে যৌতুকের টাকার জন্য শ্যামলীকে মারধর করে।
তিনি আরও বলেন, তার মেয়েকে হত্যা করে ঘরের চালের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়।
চুয়াডাঙ্গা সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মামুন জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টের পর জানা যাবে এটা হত্যা নাকি আত্মহত্যা।
এই সংক্রান্ত আরো সংবাদ
টানা ৩ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, হিট অ্যালার্ট জারি
টানা ৩ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা বইছে চুয়াডাঙ্গায়। তাপদাহের কারণেবিস্তারিত পড়ুন
চুয়াডাঙ্গায় আগুনে পুড়ল কৃষকের ছাগল ও ভুট্টা
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় অগ্নিকাণ্ডে আব্দুল আজিজ (৫০) নামে একবিস্তারিত পড়ুন
চুয়াডাঙ্গার সীমান্তে কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার সুলতানপুর বিজিবি টহলদল সীমান্তের পাকারাস্তাবিস্তারিত পড়ুন