চুয়াডাঙ্গায় জমি নিয়ে সংঘর্ষে শ্বশুর-জামাইকে কুপিয়ে জখম
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কলাবাড়ি গ্রামে জমিজমা সংক্রান্ত বিষয়ের জের ধরে শ্বশুর নবীছদ্দিন ও জামাই মুকুলকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। শনিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
আহত নবীছদ্দিন উপজেলার কলাবাড়ি গ্রামের মৃত হারেজ মন্ডলের ছেলে ও মুকুল একই উপজেলার রামনগর গ্রামের আজগর আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, গত বেশ কিছুদিন ধরে নবীছদ্দিন ও তার চাচাতো ভাইদের মধ্যে জমি ভাগাভাগি নিয়ে ঝগড়া চলে আসছিল। এরই এক পর্যায়ে আজ দুপক্ষের মধ্যে সংঘর্ষের দানা বাধে। সংঘর্ষে শ্বশুর নবীছদ্দিন ও জামাই মুকুল মারাত্মকভাবে জখম হলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়েছে। হাসপাতালে চিকিৎসা নেয়ার এক পর্যায়ে শ্বশুর নবীছদ্দিনকে জরুরি বিভাগে ফের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে প্রতিপক্ষরা।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সউদ কবীর জন জানান, দ্বিতীয় বারের মতো ধারালো অস্ত্রের আঘাতে নবীছদ্দিনের মাথা থেকে প্রচণ্ড রক্তক্ষরণে তাকে ঢাকা মেডিকেলে রেফার্ড করা হয়েছে।
দামুড়হুদা মডেল থানার ওসি লিয়াকত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
টানা ৩ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, হিট অ্যালার্ট জারি
টানা ৩ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা বইছে চুয়াডাঙ্গায়। তাপদাহের কারণেবিস্তারিত পড়ুন
চুয়াডাঙ্গায় আগুনে পুড়ল কৃষকের ছাগল ও ভুট্টা
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় অগ্নিকাণ্ডে আব্দুল আজিজ (৫০) নামে একবিস্তারিত পড়ুন
চুয়াডাঙ্গার সীমান্তে কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার সুলতানপুর বিজিবি টহলদল সীমান্তের পাকারাস্তাবিস্তারিত পড়ুন