চুয়াডাঙ্গায় বাস-আলমসাধুর সংঘর্ষে দুজন নিহত
চুয়াডাঙ্গায় যাত্রীবাহী দুটি বাস ও শ্যালো ইঞ্জিরচালিত যান আলমসাধুর সংঘর্ঘে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৬ জন।
আজ শনিবার সকাল ১০টার দিকে জেলার জীবননগর উপজেলার মনোহরপুরে এ ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত একজনের নাম জানা গেছে। তিনি হলেন পূর্বাশা পরিবহনের চালকের সহকারী স্বপন। ঝিনাইদহের মহেশপুর উপজেলার কৃষ্ণচন্দ্রপুর গ্রামের ওমেদুল ইসলামের ছেলে তিনি। দুর্ঘটনায় আলম সাধুর চালকের শরীর থেঁতলে যাওয়ায় নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
আহত ব্যক্তিরা হলেন আনিসুর রহমান, সেলিম উদ্দিন, শাখাওয়াত হোসেন, আনোয়ারুল হক , নাজমুল, কুদ্দুস, স্বপন, জ্যোৎস্না, শ্যামলী, সাত্তার, শাপলা, রেবেকা, খোকন, কাসেম, জাহানারা ও আসাদুল। তাঁদের উদ্ধার করে চুয়াডাঙ্গা, যশোর ও জীবননগরের তিনটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোহাম্মদ জানান, সকালে ঢাকা থেকে দর্শনাগামী পূর্বাশা পরিবহনের একটি বাস, চুয়াডাঙ্গা থেকে জীবননগরগামী শাপলা পরিবহনের বাস ও শ্যালো ইঞ্জিনচালিত স্থানীয় বাহন আলমসাধুর মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আলমসাধুর চালক ও পূর্বাশা পরিবহনের চালকের সহকারী নিহত হন। আহত হন এসব পরিবহনের অন্তত ১৬ যাত্রী।
এই সংক্রান্ত আরো সংবাদ
টানা ৩ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, হিট অ্যালার্ট জারি
টানা ৩ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা বইছে চুয়াডাঙ্গায়। তাপদাহের কারণেবিস্তারিত পড়ুন
চুয়াডাঙ্গায় আগুনে পুড়ল কৃষকের ছাগল ও ভুট্টা
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় অগ্নিকাণ্ডে আব্দুল আজিজ (৫০) নামে একবিস্তারিত পড়ুন
চুয়াডাঙ্গার সীমান্তে কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার সুলতানপুর বিজিবি টহলদল সীমান্তের পাকারাস্তাবিস্তারিত পড়ুন