চুয়াডাঙ্গায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন..!
জমি নিয়ে বিরোধে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভাইয়ের হাতে ভাই খুন হয়েছেন।
রোববার রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে খায়বার আলী মারা যান। তিনি ওই গ্রামের মৃত মাহতাব আলীর ছেলে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আতিয়ার রহমান জানান, জহুরুলনগর গ্রামের মৃত মাহতাব আলীর ছেলে খায়বার আলী ও চাঁদমিয়ার মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। শনিবার চাঁদমিয়া, তার ছেলে শরিফুল ও শ্যালক চান্দু মিলে খায়বার আলীকে পিটিয়ে আহত করে।
গুরুতর আহত অবস্থায় তাকে আলমডাঙ্গার হারদী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে খায়বার আলীকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। রোববার রাতে রাজশাহী নেওয়ার পথে তিনি মারা যান।
এই সংক্রান্ত আরো সংবাদ
টানা ৩ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, হিট অ্যালার্ট জারি
টানা ৩ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা বইছে চুয়াডাঙ্গায়। তাপদাহের কারণেবিস্তারিত পড়ুন
চুয়াডাঙ্গায় আগুনে পুড়ল কৃষকের ছাগল ও ভুট্টা
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় অগ্নিকাণ্ডে আব্দুল আজিজ (৫০) নামে একবিস্তারিত পড়ুন
চুয়াডাঙ্গার সীমান্তে কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার সুলতানপুর বিজিবি টহলদল সীমান্তের পাকারাস্তাবিস্তারিত পড়ুন