‘চেষ্টা না করার মধ্য দিয়েই সারপ্রাইজ দিবে’

বিয়ের পর থেকে প্রতিবছর জন্মদিনে স্বামীকে সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। এবারও তার ব্যতিক্রম হবে না বলেই মনে করেন পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। নিজের জন্মদিন নিয়েই এবার ফেসবুকে পোস্ট দিলেন তিনি।
ফেসবুক পোস্টে তিনি লিখেন, একদিন আগ থেকেই আপনাদের পাঠানো শুভেচ্ছা আমাকে অ্যালার্ট করে ফেলে, আমি আর চাইলেও ভুলে যেতে পারি না যে দুই তারিখ আমার জন্মদিন। ফলে আমাকে সারপ্রাইজ দেয়াটা তিশার জন্য কঠিন হয়ে উঠছে। যদিও আমি আশংকা করছি এই জন্মদিনে তিশা কোনরকম সারপ্রাইজ দেয়ার চেষ্টা না করার মধ্য দিয়েই আমাকে সারপ্রাইজ দিবে।
এরপর সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে তিনি লিখেন, যাই হোক জন্মদিন উপলক্ষে আমি আসলে সবার কাছে কৃতজ্ঞতা জানাতে চাই। আপনারা (তোমরা এবং তোরাও অন্তর্ভুক্ত) যারা নানাভাবে আমার জীবন যাপন করাটা সহজ করেছেন, আনন্দময় করেছেন, উষ্ণ করেছেন তাদের সবার কাছে আমি কৃতজ্ঞ।
আমি হয়তো সবসময় আদর্শ রেসপন্স করতে পারি নাই, তবুও আপনারা আমাকে আপনাদেরই একজন মনে করে দোয়া করেছেন “অনেক দিন বেঁচে থাকেন, ভাই” বলে। এই দোয়া, আস্কারা, এবং ভালোবাসা অব্যাহত থাকুক। লাভ ইউ।
অবশেষে তিনি আরো লিখেন, ওহ যেটা বলতে এই পোস্ট দেয়া সেটাই বলা হয় নাই। যারা মন খারাপ করে মেসেজ পাঠাচ্ছেন ওয়ালে উইশ করতে পারছেন না বলে, তাদের জন্য দুঃখিত। তবে মনে রাখবেন আমি চেষ্টা করবো সব চিঠি পড়তে, উত্তর হয়তো সবাইকে দিতে পারবো না সংগত কারণেই।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন