চেয়ারম্যান খুনের পরিকল্পনাকারী আ.লীগ নেতা অধরা!
যশোর: আওয়ামীলীগের প্রভাবশালী নেতা হওয়ায় চেনাজানার পরও সদরের ইছালি ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মোশারফ হোসেন খুনের মূল পরিকল্পনাকারী ও অর্থের যোগানদাতাদের গ্রেপ্তার করছে না পুলিশ। এমন অভিযোগ করেছেন নিহতের স্বজনরা।
বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে যশোর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে তারা এ অভিযোগ করেছেন।
নিহত মোশারেফের স্ত্রী ফেরদোসী বেগম জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদকের দিকে ইঙ্গিত করে বলেন, হত্যার মূলপরিকল্পনাকারী ও অর্থের যোগানদাতা প্রভাবশালী তাই পুলিশ তাকে জেনে শুনেও গ্রেপ্তার করছে না।
এব্যাপারে আদালতে ১৬৪ ধারায় আটক তিনজন জবানবন্দিও দিয়েছেন।কিন্তু তারপরও পুলিশ তাকে আটক করছে না। উল্টো তিনি একাধিকবার মামলা তুলে নেওয়ার জন্য বাদীকে হুমকি দিয়েছেন। এতে আমাদের পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। আমি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ওই ব্যক্তিকে গ্রেপ্তারে করে বিচারের দাবি জানাচ্ছি।
তবে জেলা আওয়ামীলীগের ওই নেতা অভিযোগ অস্বীকার করে বলেন,প্রতিপক্ষের লোকজন মোশারফের পরিবারকে ভুল বুঝিয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন মামলার বাদী আতিয়ার রহমান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০১৫ সালের ২৪ ফেব্রুয়ারি যশোর শহরের পুরাতন কসবা কাজীপাড়ার বাসা থেকে মোটরসাইকেল করে ইছালি ইউনিয়ন পরিষদের দিকে যাওয়ার পথে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলিছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে মোশারফ নিহত হয়। এঘটনায় মোশারফের ভাই আতিয়ার রহমান বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের নামে মামলা দায়ের করেন। পরে মামলাটি তদন্তের দায়িত্ব পায় সিআইডি।
মামলার অগ্রগতি হয়েছে উল্লেখ করে বাদী বলেন, আটক আসামিদের মধ্যে সদর উপজেলার সালিয়াট গ্রামের আলতাফ হোসেনের ছেলে ইমলাক, বাহাদুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে সাজ্জাদুর রহমান ও তালবাড়িয়া গ্রামের আবু মুছার ছেলে হযরত আদালতে মোশারফ হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
তাদের তথ্য মতে, খুনের মূল পরিকল্পনাকারী একজন আওয়ামীলীগ নেতা। তবে নিরাপত্তাজনিত কারণে আমরা ওই নেতার নাম বলছি না।সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, সাবেক ইউপি চেয়ারম্যান আইয়ুব হোসেন, মাজহারুল ইসলাম, মোখলেসুর রহমান, জলিল সরদার, শফিকুল ইসলাম প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ
বেনাপোলের কিশোরী জোনাকির মরদেহ যশোরে উদ্ধার
যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়া মডেল মসজিদের পাশে একটি পুকুর থেকেবিস্তারিত পড়ুন
শিশুর গলায় পিস্তল ঠেঁকিয়ে স্বর্ণালঙ্কার লুট
বৃহস্পতিবার দিবাগত রাতে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ঝাউদিয়া গ্রামেবিস্তারিত পড়ুন
জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরে অভিযান
জঙ্গি আস্তানা সন্দেহে যশোর পৌর এলাকায় একটি দোতলা বাড়ি ঘিরেবিস্তারিত পড়ুন