চোখ উপড়ে কলেজছাত্রীকে হত্যা

ঢাকার ধামরাইয়ে মোবাইল ফোনে কল পাওয়ার পর বাইরে বেরিয়ে হত্যার শিকার হয়েছেন এক কলেজছাত্রী। গত শনিবার রাতে নিখোঁজের পর ভোরে তার চোখ উপড়ানো লাশ পাওয়া যায়।
ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়নের বারপাইখা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার শিকার জবেদা খাতুন (১৯) মানিকগঞ্জের খন্দকার দেলোয়ার হোসেন কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন। স্বজনরা বলছেন, ফোনে ডেকে নিয়ে তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে।
হত্যার ঘটনায় প্রতিবেশী নোমাজ আলীর দুই ছেলেকে সন্দেহ করছেন জবেদার বাবা জয়নাল আবেদিন। তিনি বলেন, প্রতিবেশী নোমাজ আলীর ছেলে বিল্লাল হোসেন ও আবদুস সোবহানের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিভিন্ন সময়ে তারা ভয়ভীতি দেখাত। ওই নোমাজ আলীর ভুট্টা ক্ষেতেই মেয়ের মরদেহ পাওয়া গেছে। ফিরোজা বেগম জানান, তার মেয়ের সঙ্গে কোনো ছেলের প্রেমের সম্পর্ক ছিল কি-না তা তিনি জানেন না।
তবে একটি সূত্র জানিয়েছে, ধামরাইয়ের এক যুবকের সঙ্গে জবেদার প্রেমের সম্পর্ক ছিল। প্রেমের সূত্র ধরে এই খুনের ঘটনা ঘটতে পারে। এলাকাবাসী দ্রুত এ ঘটনার রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
আমাদের কন্ঠস্বর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সব ধরনের হত্যারবিস্তারিত পড়ুন

ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
রাজধানী ঢাকায় এক দিনে চারজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।বিস্তারিত পড়ুন

রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন