চোট নিয়ে বল করাটা অভ্যাস হয়ে গেছে : মাশরাফি
তাঁর দুই হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে সাত-সাতবার। চোটের সঙ্গে কীভাবে লড়াই করতে হয় সেটা ভালোই জানা মাশরাফি বিন মুর্তজার। বহু ম্যাচেই চোট নিয়ে খেলেছেন, বলও করেছেন চোট নিয়ে। এবারের বিপিএলেও ঠিক তাই হয়েছে, চট্টগ্রাম পর্ব থেকেই তাঁর হ্যামস্ট্রিংয়ে চোট। সেই চোট নিয়ে খেলে যাচ্ছেন, দলকে সাফল্যও এনে দিচ্ছেন নড়াইল এক্সপ্রেস।
শুক্রবার খুলনা টাইটানসের বিপক্ষে ম্যাচে রান আপ কমিয়ে বল করেছেন মাশরাফি। কিন্তু তাঁর বলের গতি কমেনি, বরং ধার বেড়েছে। পাচ্ছেন সাফল্যও। এদিন চার ওভার বল করে মাত্র ১৬ রান খরচায় তিন উইকেট নিয়েছেন। এটাই টি-টোয়েন্টি ক্যারিয়ারে মাশরাফির সেরা বোলিং। চোট নিয়ে কীভাবে পেলেন এমন অসাধারণ সাফল্য? এমন প্রশ্নের উত্তরে মাশরাফি বলেন, ‘আসলে চোট নিয়ে বল করাটা আমার অভ্যাস হয়ে গেছে। তা ছাড়া রান আপ কমিয়ে বল করলে আমার বলের গতি খুব একটা কমে না। বলা যায় বোলিং ভালোই করতে পারি। এদিনও তাই পেরেছি বলেই এই সাফল্য পেয়েছি।’
এদিন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মাশরাফি তিন উইকেট নিয়ে শুধু বিপিএলেই নয়, নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা বোলিং করেছেন। এর আগে তাঁর সেরা বোলিং ছিল জাতীয় লিগের টি-টোয়েন্টিতে, সিলেটের হয়ে ঢাকা বিভাগের বিপক্ষে ২৪ রানে তিন উইকেট নেন। আর বিপিএলে তাঁর সেরা বোলিং ছিল এবারের আসরে গত ১৩ নভেম্বর খুলনা টাইটানসের বিপক্ষে। সে ম্যাচে তিনি পান ২৬ রানে তিন উইকেট।
সব মিলিয়ে এবারের আসরে ১১ উইকেট ঝুলিতে পুরলেন বাংলাদেশ দলের অধিনায়ক। গত আসরে কুমিল্লার হয়ে উইকেট নিয়েছিলেন মাত্র পাঁচটি। ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে প্রথম আসরে নিয়েছিলেন ১০ উইকেট, পরের বার ৮ উইকেট।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন